আমার ম্যাজিশিয়ান,
গতবছরের চিঠিতে তোমায় বলেছিলাম তোমাকে নিয়ে এটাই আমার শেষ চিঠি! কিন্তু চিঠিপত্র ডট কম আমার কথা রাখতে দিল না। তুমি তো জানো আমি চিঠি লিখতে ভালোবাসি। আজ নাহয় বেনামী চিঠিই লিখলাম,তুমি নাইবা পড়লে।
তোমাকে নিয়ে লিখতে গেলে আস্ত একটা উপন্যাস হবে। তাও লেখা শেষ হবেনা। কারণ তুমি আমার লাইফে সত্যি এক ম্যাজিশিয়ান! আমার যখন বাড়ির কথা মনে পড়ে তখন তোমার বাড়ি ছুটে গিয়েছি।
যখন আমার মায়ের কথা, বাবার কথা মনে পড়ে তখন তোমাকে বলেছি, ম্যাজিশিয়ান আমার মন ভালো করে দাও আমার খুব মন খারাপ। তুমি খুব সাপোর্টিভ একজন মানুষ।
আমার যখন কোনো হেল্প লাগত, আমার যখন কিছু খেতে ইচ্ছে করত, কিছু করার ইচ্ছে করত সবকিছু তোমার কাছে আবদার করতাম। তুমি কখনো না করো নি!
এই ব্যস্ত শহরে,ব্যস্ত মানুষের ভিড়ে তুমিই আমার শান্তির এক নীড়। সেই কথা কি তুমি জানো?হয়তো জানো। নাহলে তুমি আমার ম্যাজিশিয়ান হতে না!
ম্যাজিশিয়ান,ভালো আছো? আমিও খুব ভালো আছি। আমি চাই তুমি সবসময় ভালো থাকো তাইতো আমার প্রার্থনায় তুমি সবসময় আছো আর থাকবেও।
ইতি
তোমার টুনটুনি
লেখা: উমেনু মারমা
No Comments
Leave a comment Cancel