চারিত্রিক সনদপত্র লেখা নিয়ে অনেক কাজেই লাগে। সরকারি বিভিন্ন চাকরি থেকে শুরু করে যে কোনো অফিশিয়াল কাজেই চারিত্রিক সনদপত্র দিতে হয়। আর চারিত্রিক সনদপত্র নিতে যেতে হয় ইউনিয়ন/ওয়ার্ড মেম্বার/চেয়ারম্যান বা কমিশনারের কাছে। অথচ চারিত্রিক সনদপত্র নমুনা নিজের কাছে থাকলে প্রিন্ট করে পরিচিত কোনো প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিলেই হয়ে গেলো। তাই এখন থেকে চারিত্রিক সনদপত্র লাগলে নিচে দেয়া ফাইল ডাইনলোড করে নিজের নাম, ঠিকানা ইত্যাদি তথ্য পূরণ করে বানিয়ে ফেলুন চারিত্রিক সনদপত্র।
চারিত্রিক সনদপত্র নমুনা
চারিত্রিক সনদপত্র
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, ……………………………………… পিতাঃ…………………………………. মাতাঃ………… গ্রামমহল্লাঃ………………………………, ডাকঘরঃ………………………., কোড নংঃ………………. থানাঃ……………………….. ইউনিয়নঃ……………………….., ওয়ার্ডঃ…………., উপজেলাঃ……………….., জেলাঃ……………………, আমার নিকট সে ব্যক্তিগত ভাবে পরিচিত । আমার জানামতে সে রাষ্ট্র, সমাজ বা জনবিরোধী কোন কর্মকান্ডে জড়িত নয় । তাহাঁর স্বভাব ও চরিত্র ভাল।
আমি তাহার সর্বাঙ্গীন উন্নতি ও কল্যাণ কামনা করি ।
তারিখঃ……………………
No Comments
Leave a comment Cancel