বরাবর,
মহাপরিচালক
বাংলাদেশ বেতার
সদর দপ্তর, ৩১, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি
শের-ই বাংলা নগর, ঢাকা-১২০৭।
(যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে)
বিষয়: চাকুরিরত অবস্থায় অধ্যয়নের অনুমতির জন্য আবেদন।
মহোদয়,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রে কম্পিউটার অপারেটর পদে গত ২১/১১/২০২০ ইং তারিখে যোগদান করি। আমি মাদারপুর সরকারি কলেজের ২০১৮-২০১৯ সেশনের ছাত্রী। বর্তমানে আমি স্নাতক চতুর্থ বর্ষে অধ্যয়ন করছি। আমি দপ্তরের কোন কাজে বিঘ্নতা না ঘটিয়ে পড়াশুনা চালিয়ে যেতে ইচ্ছুক।
এমতাবস্থায়, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমাকে পড়াশুনা করার অনুমতি দানে আপনার সদয় মর্জি হয়।
সংযুক্তঃ
০১। কলেজে অধ্যয়নরত প্রত্যয়ন পত্র।
০২। রেজিষ্টেশন কার্ড।
বিনীত নিবেদক,
তারিখ: ১৬/০১/২০২১ খ্রি:
(সায়মা আক্তার)
কম্পিউটার অপারেটর
বাংলাদেশ বেতার, ঢাকা।
No Comments
Leave a comment Cancel