তারিখ: ১৭ জুন, ২০২১
বরাবর
সভাপতি
ডিএম একাডেমি হাই স্কুল
কলেজ মোড়, কুড়িগ্রাম
বিষয়: সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ০১/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ৩য় পাতায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, সহকারী শিক্ষক পদে আপনার বিদ্যালয়ে ২ জন লোক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী। নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ বিজ্ঞাপনে উল্লিখিত যাবতীয় আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের সদয় বিবেচনার জন্য তুলে ধরলাম।
১। নাম:
২। পিতার নাম:
৩। মাতার নাম:
৪। বর্তমান ঠিকানা:
৫। স্থায়ী ঠিকানা:
৬। জন্ম তারিখ:
৭। জাতীয়তা:
৮। ধর্ম:
৯। শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নাম | বোর্ড | পাশের সন | প্রাপ্ত গ্রেড |
এসএসসি | রাজশাহী | ২০০৪ | জিপিএ-৪.৮৮ |
এইচএসসি | রাজশাহী | ২০০৬ | জিপিএ-৫ |
বি.এ (অনার্স), বাংলা | জবি | ২০১১ | প্রথম শ্রেণি |
এম.এ (বাংলা) | জবি | ২০১২ | প্রথম শ্রেণি |
১০। অভিজ্ঞতা: ২ বছর
অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমকে আপনার বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে নিয়োগের জন্য বিধি মোতাবেক সকল আনুষ্ঠানিকতা পুরণ করতে আপনার একান্ত মর্জি হয়।
বিনীত
(মো. সোলাইমান হোসেন)
মোবাইল: ০১৭১১-১১১১১১১
তারিখ: ১ জানুয়ারি, ২০২১
সংযুক্তি:
১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি।
২। একডেমিক সকল সনদপত্রের সত্যায়িত কপি।
৩। চারিত্রিক সনদপত্র।
৪। নাগরিকত্ব সনদপত্র।
৫। ৫০০ টাকার পোস্টাল অর্ডার।
No Comments
Leave a comment Cancel