Dear khepchuriyas
অনেকদিন পর তোমাকে নিয়ে লেখা।
কেমন আছো? নিশ্চয়ই ভালো…
মনে পড়েনা আমাকে? কেমন ভালবেসেছিলে ভুলই ক্ষমা করতে পারলেনা। বহুদিন পার হয়ে গেলো। তোমাকে বলিনি ভালোবাসি।
অসম্ভব ভালোবাসি ওপস! সরি বাসতাম।
আজও তোমাকে মনে পড়ে। তবে আগের মতো না। তোমাকে ভুলে থাকাট জন্য অনেক পথই আজকাল অবলম্বন করি।
Khepchuriya তুমি এমন কেন? কখনোই আমাকে বুঝলেনা। ভালবেসে জড়িয়ে ধরলেনা।
আজ তোমার কাছে তোমার একটা ছবি চাইতে দ্বিধা হয়, বার বার মনে পড়ে তুমি আমার নও।
হ্যাঁ বাস্তব এ তুমি আমার না হলেও কল্পনা তে একান্ত ই আমার। আমি আমার কথাগুলো তোমাকে কখনো বুঝাতে পারিনি।
আজও তোমাকে দেখতে চাওয়ার চোখ দুটির তৃষ্ণা কমেনি।
কেনো এত কাছে পেয়েও, হারাতে হয় তোমায়?
ভালো থেকো ভালবাসা
লিখেছেন: আনোবী রাহম কান্তা
No Comments
Leave a comment Cancel