প্রিয়, নীলাশা
আজ তোমার জন্মদিন। খুব ইচ্ছে ছিলো গত জন্মদিনের মত এই বারও রাত ১২ টা ১ মিনিটে (শুভ জন্মদিন) মেসেজ দিয়ে তোমাকে অবাক করে দিবো।
কিন্তুু সময় বড়ই নিষ্ঠুর,,,,কখনো আমাদের খুব কাছে এনে দেয় আবার কখনো আমাদের অনেক দূরত্ব এনে দেয়। গত ৫০৯ দিন হলো আমরা আর আগের মত নেই।
বিশ্বাস করো তুমি আমার সাথে নেই এই ভেবে আমার একটুও খারাপ লাগে না। আমার যত খারাপ লাগা আমার নিয়তি নিয়ে। এত ভালোবাসার পরও নিয়তি তোমাকে আমার হতে দিলো না।
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে। কত শত স্মৃতি আমাদের। জানি তোমার সব স্মৃতির উপরে ধুলো জমেছে কিন্তুু আমি কত কষ্টে আছি তোমার সাথে কাটানো স্মৃতিগুলো নিয়ে তা কি কখনো ভেবেছো?
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রতিটা দিন, তোমার দেওয়া প্রতিশ্রুতি, তোমার জন্য আমার আমার থাকা অনুভূতিগুলো, আমাদের কষ্টে থাকা, সুখে থাকা প্রতিটা স্মৃতি যা আমাকে এই জীবন পাল্টাতে দিবে না। তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে কখনও সম্ভব হবে না।
ভালোবাসা মানে আমার কাছে ভালোবাসা কে সারা জীবন ভালোবাসা। আমরা আলাদা হয়ে গেছি, তুমি নিজেকে নিজের মত করে গুছিয়ে নিয়েছো আমাকে একা ফেলে।
তোমাকে এমন ভালোবাসিনি যে তোমাকে অভিশাপ দিবো, তোমার নামে সবাইকে খারাপ কথা বলে বেরাবো, তোমার নামে বদনাম করবো। বিশ্বাস করো তুমি আমার কাছে সব সময় শ্রেষ্ঠ মানুষটাই হয়ে থাকবে আর আমি তোমার অনুপস্থিতিতে তোমাকে আরও বেশি ভালোবেসে যাবো।
আজ আমি এক ধরনের ঘোরের মধ্যে ছিলাম,,, আমার মনে হচ্ছিলো এই বুঝি নীল শাড়ি, লাল টিপে, দু’হাতে নীল কাঁচের চুড়ি পড়ে তুমি এলে, তোমার মুক্তা ঝোড়া হাঁসিতে আমায় পাগল করে দিতে।
আজ তোমার জন্মদিন! কি ভেবেছো ভুলে যাবো? কিংবা চুপ করে বসে থাকবো? আমি এখনো সবখানে সব কিছুতেই তোমাকে খুঁজে বেড়াই।
জানি আজ তোমার জীবনের বিশেষ একটা দিন। উইশের জোয়ারে তোমার ভেসে যাওয়ার কথা থাকলেও তোমাকে কেউ উইশ করবে না। কেননা তোমার জীবন সম্পর্কে, তোমার অবস্থা সম্পর্কে আমি সবচেয়ে বেশি জানি।
তবে তুমি মন খারাপ করো না ভালোবাসা। তুমি এইভাবে সারা জীবন সিক্ত হয়ে থাকবে আমার ভালোবাসা হয়ে। কিন্তুু সময়ের নিমর্মতায় আজ তুমি আর আমার নেই।
আমাদের দু’জনের মাঝখানের জানালাটা খুবই ভিন্ন। তোমার জানালার কার্ণিশে ইদানিং আমাকে আর দেখা যায় না, ছোঁয়া যায় না, মায়ায় আবদ্ধ করে রাখা যায় না।
আমি এইভাবে নীরবে, তোমার অগোচরে তোমাকে ভালোবেসে যাবো, যেখানে তুমি আমাকে বাধা দিতে পারবে না। ভালোবাসতে হলে একসাথে থাকা লাগে না। আমি এতো হিসেব-নিকেশ করে তোমাকে ভালোবাসিনি।
আজ তোমার জন্মদিন। আর সেটা বিশেষভাবে মনে করে দেওয়ার জন্যই আমার এই আয়োজন।খুব বিরক্ত হচ্ছো বুঝি? চিঠি টা লিখে খুব বেশি বাড়াবাড়ি করে ফেললাম তার জন্য দুঃখিত। এ ছাড়া আমার আর কোনো উপায় ছিলো না ভালোবাসা।
আমাদের কাটানো স্মৃতিগুলো আমাকে দাবানলের আগুনের মত পোড়াচ্ছে। কষ্টের দাবানলের আগুন বুকে নিয়ে অপেক্ষায় থাকবো সারা জীবন।
তুমি তোমার ভালো থাকাগুলোর সাথে ভালো থেকো। সব সময় নিজের খেয়াল রেখো, নিজের যত্ন নিও। সব সময় ভালো থেকো ভালোবাসা।
শুভ জন্মদিন ভালোবাসা।
ইতি
ইউসুফ
লিখেছেন: ইউসুফ
No Comments
Leave a comment Cancel