নীল
নামটা তোমার পছন্দ হয়েছো তো? তোমার নামের কিছু অক্ষর দিয়ে দেওয়া আমার এই নাম। আশা করি তোমার পছন্দ হবে। তোমার পছন্দ না হলেও কিচ্ছু করার নেই, কারণ নামটা আমার খুব পছন্দের। ফের যদি তোমার সাথে আমার আবার কথা হয় আমি তোমায় এ নামেই ডাকব।
জানো, তোমার সাথে যখন আমার প্রথম কথা হয় নিজেকে কিছুতেই প্রকাশ করতে পারছিলাম না তোমার কাছে। খুব সামান্য সময়ে তোমার অনেক কথাই শেয়ার করেছিলে আমার সাথে। তোমার জীবনের অনেক অনেক না বলা কথা।
বুঝিনি এটা ছিলো শুধুই আমাকে তোমার প্রতি দুর্বল করার একটা অস্ত্র। তুমি বুঝে গিয়েছিলে আমি খুব বোকা একটা মেয়ে। তোমার দুখের কথা বলেই আমাকে তোমার দিকে আকৃষ্ট করতে পারবে।আর আমিও তোমার মিষ্টি কথা আর দুখের সাতকাহনে নিজেকে কখন যে তোমার মাঝে হারিয়ে ফেলেছিলাম বুঝতে পারি নি।
তোমার জীবনের না পাওয়ার কথাগুলো যখন আমায় বলতে তখন মনে হতো আমি তোমার জীবনের ইরেজার হয়ে সব দুঃখ মুছে দেই। কারণ আমিও তো সব হারানো মানুষ। তাই খুব সহজেই আমার হৃদয় ছুঁতে পেরেছিলে তুমি।
জান নীল, একবারের জন্যও বুঝতে পারিনি এসবই তোমার মিথ্যে অভিনয়। তুমি হয়তো এমন আঘাতপ্রাপ্ত মানুষদের নিয়েই খেলতে পছন্দ কর। কিন্তু বিশ্বাস কর আমি তোমার সাথে একটুও অভিনয় করিনি।আমি আজও ভালবাসি তোমায় সেই প্রথম দিনের মতোই।
ভালবাসায় বিশ্বাস আর শ্রদ্ধাবোধ থাকতে হয়। “মেমসাহেব” বইয়ে পড়েছিলাম ভালবাসায় শ্রদ্ধাবোধ না থাকলে তা খাঁটি হয় না। তাই হয়তো আজও তোমায় বিশ্বাস করি, শ্রদ্ধা করি। কিন্তু বিনিময়ে আমি কি পাচ্ছি তোমার কাছে? অপমান আর অবহেলা।
কেন করছো তুমি এমন? আমি তো তোমাকে আঘাত দিইনি। বরং আঘাতে আঘাতে তুমি আমায় শেষ করে দিচ্ছ। এটা কি আমার পাওনা ছিল বলো? আমি তোমাকে বলেছিলাম আমি ভেঙে পড়া মানুষ। আমাকে তুমি দুঃখ দিও না প্লিজ। আমি নিতে পারবো না।
তুমি কেঁদে কেঁদে বলেছিলে “আমি তোমাকে ছেড়ে যাব না। কিন্তু আমার ভয় হয় তুমি আমাকে ছেড়ে যাবে কি না”।দেখ আমি তোমাকে ছেড়ে যাই নি বরং তুমি আমাকে ছেড়ে গিয়েছো।শুধু তাতেই ক্ষান্ত হওনি তুমি সবার সামনে আঘাতে আঘাতে আমায় শেষ করে দিচ্ছ।
আমি তোমাকে এতোটাই ভালবেসেছি না তোমাকে ছেড়ে যেতে পারছি, না তোমার আঘাত সইতে পারছি। আজও বসে আছি সব আগের মতো হয়ে যাবে বলে।আদৌ কি তা হবে? কি হবে আমি জানি না, তবে এটা জানি মানুষ আশায় বেঁচে থাকে।আমিও তাই আশা তেই বুক বাঁধছি।ভাল থেক, ভালবাসা নিও।
ইতি
তোমার…
লিখেছেন: সুরভী
No Comments
Leave a comment Cancel