হেবা দলিল বাতিল করার নিয়ম জানার আগে জেনে নেই হেবা বা দান কি? হেবা বা দান হলো মূলত এমন এক ধরনের হস্তান্তর পদ্ধতি যার মাধ্যমে মালিকানার পরিবর্তন ঘটে এবং অন্য ব্যক্তির বরাবরে মালিকানার স্বত্ব সৃষ্টি করে তাকে মূলত হেবা বা দান বলা হয়।

হেবা/দান সম্পাদনের উপাদান সমূহঃ-

(১) দাতা জীবিত থাকার মধ্যে দান কার্য সম্পন্ন হতে হবে।
(২) হেবা/দান গ্রহণের আগেই দাতা মৃত্যু করলে দানটি বাতিল বলে গণ্য হবে।
(৩) সম্পত্তি দান করার সময় উক্ত সম্পত্তিতে দাতার মালিকানা ও দখল থাকতে হবে।
(৪) দানটি দাতা কর্তৃক স্বেচ্ছাকৃত হতে হবে।
(৫) সম্পত্তিটির দাতাকে সুস্থ মস্তিস্কসম্পন্ন ও সাবালক হতে হবে।
(৬) দান গ্রহীতা মানসিক ভারসাম্যহীন বা নাবালক হলে তার পক্ষে গ্রহীতার অভিভাবক দানটি গ্রহন করতে পারবেন।


হেবা / দান দলিল বৈধ হওয়ার শর্তবলী:-

(১)দাতা কর্তৃক দানের (ইজাব) ঘোষণা প্রদান করলে।
(২) গ্রহীতার পক্ষ হতে দান গ্রহন /(কবুল) করলে।
(৩ গ্রহীতাকে দানকৃত সম্পত্তির দখল প্রদান করলে।

হেবা দলিল বাতিল করা যাবে কি?

দখল হস্তান্তরের পূর্বে হেবা দলিল বাতিল করা যায় এবং হেবা/দান গ্রহণের পূর্বে গ্রহীতা মারা গেলে দানটি বাতিল হয়ে যায়।

হেবা দলিল বাতিল করা যাবে না কখন ?

(১) হেবা/দানকৃত সম্পত্তিটির হস্তান্তর দাতা-এবং  গ্রহীতা স্বামী বা স্ত্রী হলে।
(২) গ্রহীতা মৃত্যূবরণ করলে।
(৩) দাতা-গ্রহীতার মধ্যে বিবাহের অযোগ্য সম্পর্ক থাকলে।
(৪) হেবা/দানকৃত সম্পত্তি গ্রতীতা কর্তৃক বিক্রি বা হস্তান্তর করা হল।
(৫) হেবাকৃত সম্পত্তিটি  ধ্বংস হয়ে গেলে।
(৬) হেবাকৃত সম্পত্তির মূল্য বেড়ে গেলে।

হেবা/দান দলিলের মাধ্যমে প্রাপ্ত জমি কি বিক্রয়যোগ্য?

হেবা/দানকৃত জমি গ্রহীতা যে কোন ভাবেই হস্তান্তর করতে পারবে / বিক্রি করতে পারবে।

হেবা বা দানকারীকে অবশ্যই দানের ঘোষণা দিতে হবে ।
পুরো সম্পত্তি দান করা যায় কি ?

উদাহরণস্বরূপ আব্দুল আলিমের একটি মাত্র মেয়ে আছে।তাঁর আর কোনো সন্তান নেই ।একটি কলেজে লেখাপড়া করেন তাঁর মেয়ে। আব্দুল আলিম তাঁর সকল সম্পত্তি মেয়েকে দিয়ে যেতে চান।

আব্দুল আলিমের দুই ভাই এবং ভাইয়ের ছেলেরা জীবিত রয়েছে কিন্তু আব্দুল আলিমের ভাই কিংবা ভাইয়ের ছেলেরা আব্দুল আলিমের সম্পত্তির অংশীদার হোক, এটি আব্দুল আলিম মোটেও চান না। এখন তিনি কী করবেন?

আব্দুল আলিম জীবিতাবস্থায় তাঁর একমাত্র মেয়েকে পুরো সম্পত্তি দান করে দিতে পারবেন কি?

মুসলিম আইনে দানকে হেবা বলা হয়। আইন অনুযায়ী, আব্দুল আলিম জীবিতাবস্থায় তাঁর পুরো সম্পত্তি মেয়েকে দান করে যেতে পারবেন।

আরো কিছু দরকারী লেখা পড়ুন

দান কীভাবে করতে হয়?

সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে টাকার বিনিময় হবে, কিন্তু সম্পত্তি দানের ক্ষেত্রে এই ধরনের বিনিময় হবে না। হেবা/দান করতে হলে দাতা এবং গ্রহীতার সম্পূর্ণ ইচ্ছাশক্তি এবং সম্মতি থাকতে হবে।

হেবা/দান করার জন্য শর্তসমূহ

হেবা বা দানকারীকে অবশ্যই দানের ঘোষণা দিতে হবে । যে ব্যক্তিকে সম্পত্তি হেবা বা দান করা হচ্ছে, তাঁকে অবশ্যই সে সম্পত্তি গ্রহণ করতে হবে। দান/হেবাকৃত সম্পত্তির দখল সঙ্গে সঙ্গে গ্রহীতাকে হস্তান্তর করতে হবে বা বুঝিয়ে দিতে হবে।

সম্পত্তি অপ্রাপ্তবয়স্ক/ নাবালক ব্যক্তিকেও দান করা যায় কিন্তু সম্পত্তি হস্তান্তর করা যাবে না যত দিন পর্যন্ত না উক্ত সম্পত্তি গ্রহীতা প্রাপ্তবয়স্ক হয়।

হেবা/দানের ক্ষেত্রে বৈধ অভিভাবককে উক্ত সম্পত্তি হস্তান্তর করতে হবে এবং পরবর্তী সময়ে নাবালক ব্যক্তি প্রাপ্তবয়স্ক হওয়ার পর উক্ত সম্পত্তি হস্তান্তর করতে পারবে বা করতে হবে।

দান আর উইল এক বিষয় কি?

মুসলিম আইনে দান এবং উইল এক বিষয় নয়।উইল জীবিতাবস্থায় কার্যকর করা যায় না কিন্তু হেবা/দান মৃত্যুর পূর্বে কার্যকর/বলবৎ করা যায় । তবে দানের ক্ষেত্রে জীবিতাবস্থায় সম্পত্তি গ্রহীতাকে হস্তান্তর করে দিতে হবে।

মুসলিম আইন অনুযায়ী উইলের ক্ষেত্রে উত্তরাধিকারীদের অনুমতি ছাড়া সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি সম্পত্তি কার্যকর/বলবৎ করা যাবে না, কিন্তু হেবা বা দানের ক্ষেত্রে পুরো সম্পত্তিই করা যাবে।

হেবা/দানের দলিল নিবন্ধন পদ্ধতি

হেবা বা দানকৃত সম্পত্তি রেজিস্ট্রি করা বাধ্যতামূলক এটি ২০০৫ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।হেবা/ দানকৃত দলিল অবশ্যই নির্ধারিত ফরমে ও স্ট্যাম্পে সম্পন্ন করতে হবে।

হেবা/ দানের দলিল অবশ্যই সংশ্লিষ্ঠ সাব রেজিষ্ট্রার অফিস থেকে রেজিস্ট্রি করতে হবে।সুতরাং হেবা বা দানের দলিল অবশ্যই রেজিষ্ট্রি করা বাধ্যতামূলক।

Comments to: হেবা দলিল বাতিল করার নিয়ম

    Your email address will not be published. Required fields are marked *

    Attach images - Only PNG, JPG, JPEG and GIF are supported.

    পাঠকের পছন্দ

    প্রিয় পুষাস্বপ্ন,চিঠির প্রথমেই তোমাকে সন্ধ্যামালতী ফুলের সুবাস নিতে বলবো। কারণ সন্ধ্যামালতীর সৌন্দর্য দৃশ্যমান হলেও যেমন সুবাস নেই; তেমনি আমিও কখনো তোমার সুবাস নিতে পারিনি। তুমি আমার কল্পনাতে কাহিনী রূপে বিরাজমান। আমার চিরকুটে তুমি যদিও অধ্যায়ের শিরোনাম। তবুও এই জীবনের অধ্যায়ে তোমার ঠাঁই নেই। কেননা, আমি কামিনী। তাও তুমি একবার অনুভব করে দেখ, কত চিঠি জমা […]
    খোকা,কেমন আছিস জানতে চাইবো না। কেননা সব মায়েদের চাওয়াই থাকে তার খোকা যেন সব সময় ভাল থাকে, সুস্থ থাকে। আমাকে ছেড়ে নিশ্চয়ই তুইও ভাল আছিস। আর ভাল থাকবি না কেন বল? ভাল থাকার জন্য তো তোরা আমায় এখানে পাঠিয়ে দিয়েছিস। আমি ভাল আছি, তবে ছোটদাদুর জন্য মনটা খুব কাঁদে রে। ওকে ভুলে থাকতে পারি না। […]

    সর্বশেষ চিঠি

    প্রিয় পুষাস্বপ্ন,চিঠির প্রথমেই তোমাকে সন্ধ্যামালতী ফুলের সুবাস নিতে বলবো। কারণ সন্ধ্যামালতীর সৌন্দর্য দৃশ্যমান হলেও যেমন সুবাস নেই; তেমনি আমিও কখনো তোমার সুবাস নিতে পারিনি। তুমি আমার কল্পনাতে কাহিনী রূপে বিরাজমান। আমার চিরকুটে তুমি যদিও অধ্যায়ের শিরোনাম। তবুও এই জীবনের অধ্যায়ে তোমার ঠাঁই নেই। কেননা, আমি কামিনী। তাও তুমি একবার অনুভব করে দেখ, কত চিঠি জমা […]
    খোকা,কেমন আছিস জানতে চাইবো না। কেননা সব মায়েদের চাওয়াই থাকে তার খোকা যেন সব সময় ভাল থাকে, সুস্থ থাকে। আমাকে ছেড়ে নিশ্চয়ই তুইও ভাল আছিস। আর ভাল থাকবি না কেন বল? ভাল থাকার জন্য তো তোরা আমায় এখানে পাঠিয়ে দিয়েছিস। আমি ভাল আছি, তবে ছোটদাদুর জন্য মনটা খুব কাঁদে রে। ওকে ভুলে থাকতে পারি না। […]
    আমার ম্যাজিশিয়ান,গতবছরের চিঠিতে তোমায় বলেছিলাম তোমাকে নিয়ে এটাই আমার শেষ চিঠি! কিন্তু চিঠিপত্র ডট কম আমার কথা রাখতে দিল না। তুমি তো জানো আমি চিঠি লিখতে ভালোবাসি। আজ নাহয় বেনামী চিঠিই লিখলাম,তুমি নাইবা পড়লে। তোমাকে নিয়ে লিখতে গেলে আস্ত একটা উপন্যাস হবে। তাও লেখা শেষ হবেনা। কারণ তুমি আমার লাইফে সত্যি এক ম্যাজিশিয়ান! আমার যখন […]

    সর্বাধিক পঠিত

    হেবা দলিল বাতিল করার নিয়ম জানার আগে জেনে নেই হেবা বা দান কি? হেবা বা দান হলো মূলত এমন এক ধরনের হস্তান্তর পদ্ধতি যার মাধ্যমে মালিকানার পরিবর্তন ঘটে এবং অন্য ব্যক্তির বরাবরে মালিকানার স্বত্ব সৃষ্টি করে তাকে মূলত হেবা বা দান বলা হয়। হেবা/দান সম্পাদনের উপাদান সমূহঃ- (১) দাতা জীবিত থাকার মধ্যে দান কার্য সম্পন্ন […]
    ২৫.০৮.১৯৭১মা, আমার সালাম নিবেন। ভাবির কাছ থেকে আপনার চিঠি পেলাম। আপনি আমার জন্য সব সময় চিন্তা করেন। কিন্তু মা, আপনার পুত্র হয়ে জন্ম নিয়ে মাতৃভূমির এই দুর্দিনে কি চুপ করে বসে থাকতে পারি? আর আপনিই বা আমার মতো এক পুত্রের জন্য কেন চিন্তা করবেন? পূর্ব বাংলার সব যুবকই তো আপনার পুত্র। সবার কথা চিন্তা করুন। […]
    আমার শেষ বাণী – আদর্শ ও একতা। ফাঁসির রজ্জু আমার মাথার উপর ঝুলছে। মৃত্যু আমার দরজায় করাঘাত করছে। মন আমার অসীমের পানে ছুটে চলছে। এই তো আমার সাধনার সময়। এই তো আমার বন্ধু রূপে মৃত্যুকে আলিঙ্গন করার সময়, হারানো দিনগুলোকে নতুন করে স্মরণ করার এই তো সময়। কত মধুর তোমাদের স্মৃতি। তোমরা আমরা ভাই-বোনেরা তোমাদের […]
    কল্যাণীয়াসু, তোমার পত্র পেয়েছি সেদিন নব বর্ষার নবঘন-সিক্ত প্রভাতে। মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বারি ঝরছিল। পনের বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক বারিধারায় প্লাবন নেমেছিল– তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নবমেঘপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে, রেবা নদীর তীরে, মালবিকার দেশে, তার […]

    Join our Newsletter

    Get our monthly recap with the latest news, articles and resources.

    By subscribing you agree to our Privacy Policy.

    Latest Titles

    Categories

    সর্বশেষ

    Login

    Welcome to Chithipotro

    You are couple of steps away from being one of our family member
    Join Us