তারিখ: ১ জানুয়ারি, ২০২১
বরাবর
বিজ্ঞাপনদাতা
জিপিও বক্স নং ১২১২, ঢাকা ।
বিষয়: হিসাব রক্ষক কর্মকর্তা পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, গত ২৩ ডিসেম্বর ২০২০ তারিখে প্রকাশিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে কিছু সংখ্যক “হিসাবরক্ষক কর্মকর্তা” নিয়োগ দেয়া হবে। আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী।
আমি ২০১৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিভাগে স্নাতকোত্তর পাশ করেছি। কম্পিউটারে বিশেষ করে এমএস অফিস অপারেশনে আমার দক্ষতা আছে। এছাড়া আমার সম্পর্কে যাবতীয় তথ্যাবলী সংযোজিত জীবন বৃত্তান্তে প্রদান করা হলো।
অতএব, উপরোক্ত যোগ্যতার ভিত্তিতে আমাকে উল্লিখিত পদের জন্য একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করে প্রার্থীতা প্রমাণের সুযোগ দানের জন্য অনুরোধ জানাচ্ছি।
জরুরী প্রয়োজনে ০১৭১১১১১১ অথবা smhossen21@gmail.com এ যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
বিনীত নিবেদক
(মো. সোলাইমান হোসেন)
মানিকদি, নামাপাড়া
ক্যান্টমেন্ট, ঢাকা
সংযুক্তির বিবরণ:
১. জীবন বৃত্তান্ত
২. সকল সনদপত্রের সত্যায়িত কপি
৩. ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
No Comments
Leave a comment Cancel