তারিখ: ১৭ ফেব্রুয়ারি, ২০২১
বরাবর
কুলসুম আক্তার
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক
এবিসি ব্যাংক লিমিটেড
বিষয়: রোদসী ম্যাগাজিনে মার্চ সংখ্যায় সাক্ষাৎকার গ্রহণের জন্য সময় এবং অনুমতি চেয়ে আবেদন।
জনাব
আন্তরিক শুভেচ্ছা। আমরা টিম রোদসী নারী জীবনের সাফল্য-সংগ্রাম আর সম্ভাবনার কথা বলে যাচ্ছি প্রতিনিয়ত। রোদসীর পাতায় পাতায় তেমন গল্পগুলোই তুলে আনার চেষ্টা করি যা নারীকে সামনের পথ দেখাতে সাহস জোগায়, এগিয়ে যাবার প্রেরণা জোগায়। কেননা রোদসী বিশ্বাস করে নারী সমাজে তার স্থান করে নেবে সমঅধিকারের ভিত্তিতে নয়, সমযোগ্যতায়। নারী-পুরুষের সহাবস্থানের ভিত্তিতে একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখে রোদসী। রোদসী বিদ্রোহী কবি কাজী নজরুলের বিখ্যাত সেই কবিতায় বিশ্বাসী, ‘এ পৃথিবীর যা কিছু মহান চিরকল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’।
আপনি অবগত আছেন সামনেই মার্চ মাস। এ মাসের ৮ তারিখ সারম্বরে সারা পৃথিবীতে পালিত হবে ‘বিশ্ব নারী দিবস’। টিম রোদসীও নারী দিবস নিয়ে বিশেষ কোনো আয়োজন করতে উদগ্রীব। আমরা চাই এমন কয়েকজন নারীর গল্প আমাদের রোদসীর পাতায় তুলে আনতে যা অন্যান্য নারীর জন্য উদাহরণ হতে পারে। হতে পারে প্রেরণাদায়ক।
আমাদের নারী দিবসের আয়োজনের সে চিন্তা থেকেই আপনার একটা সাক্ষাৎকার গ্রহণ করতে আগ্রহী। আমরা মনে করি নারী হিসেবে আপনার সাফল্যের গল্পের পেছনের কথাগুলো আরো অনেক নারী সেই সাথে সমাজের অপরাপর মানুষের কাছে পৌঁছানো দরকার। তাতে আপনি যেমন অন্য নারীর কাছে উদাহরণ হবেন, তেমনি আমরা পাবো একটি ভালো কাজ করার স্বস্তি।
এমতাবস্থায়, আসন্ন নারী দিবসকে সামনে রেখে আপনার সাক্ষাৎকার গ্রহণের অনুমতি প্রদান সাপেক্ষে সময় দিয়ে আমাদের এ উদ্যোগকে সাফল্যমণ্ডিত করবেন বলে আমরা প্রত্যাশা করি।
ধন্যবাদান্তে
রওশনয়ারা জামান মিলি
উপসম্পাদক, রোদসী
No Comments
Leave a comment Cancel