জনাব
সাবিনা ইয়াসমীন
সম্পাদক ও প্রকাশন, রোদসী
চেয়ারম্যারবাড়ি, ঢাকা
বিষয়: উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন প্রদত্ত নারী দিবসের সম্মাননা-২০২১ প্রদান প্রসঙ্গে।
প্রিয় সহযোদ্ধা
আন্তরিক শুভেচ্ছা। নারী অধিকারের লক্ষ্যে আপনার, আমাদের উদ্দেশ্য এবং কাজ অভিন্ন। আমরা মনে করি নারী জাগলে জাগবে দুনিয়া। এর জন্যে দরকার শুধু নারীর অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলা। আরো দরকার তার সামনে উদাহরণ তৈরি করা, যাতে নারী ভাবতে শেখে ‘তুমি পারবে’। উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন মনে করে আপনার কর্ম এবং জীবনাদর্শ নারীর সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করছে। নারীকে করছে আরো বেশি আত্মপ্রত্যয়ী।
তাই আমরা অত্যন্ত বিনয়ের সাথে জানাতে চাই, নারীকে নিয়ে কাজের স্বীকৃতি স্বরূপ উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন আপনাকে উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন নারী দিবস সম্মাননা-২০২১ জানাতে ইচ্ছা পোষণ করছে। আপনার সদয় অনুমতি পেলে আগামী ১৩ মার্চ পূর্বাচল ক্লাবে বিকেল ৪ ঘটিকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান পর্বটি অনুষ্ঠিত হবে। এদিন আপনার হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় এবং সম্মাননাপত্র প্রদান করা হবে।
আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমাদের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসদুস জামান খান কামাল। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানটিকে অলংকৃত করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নারী ও শিশু বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আসলাম হোসেন। এছাড়াও নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হিসেবে নারী ব্যক্তিত্বগণ আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবে বলে আশা করা যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন প্রদত্ত নারী দিবসের সম্মাননা-২০২১ গ্রহণের জন্য আপনার সদয় সম্মতি এবং উপস্থিতি আমরা একান্তভাবে প্রত্যাশা করছি। আপনার উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করবে, সেই সাথে আমাদেরকে করবে অনুপ্রাণিত।
আপনার সুস্থ, সুন্দর জীবন প্রত্যাশায়।
ধন্যবাদান্তে
নাজমা মাসুদ
চেয়ারপার্সন
উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন
No Comments
Leave a comment Cancel