চিঠি লেখক: আবদুল হাসিব চৌধুরী ১৯৭১ সালে তার ঠিকানা আমিনা প্রেস, কোর্ট মসজিদ রোড, বাগেরহাট ।

চিঠি প্রাপক: মুক্তিযোদ্ধা শহীদ মো. মোয়াজ্জেম হোসেন । বাগেরহাট পি সি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন। ১৯৭১ সালের ২৮ অক্টোবর তিনি শত্রুপক্ষের গুলিতে নিহত হন। অর্থনীতি বিষয়ে তার কিছু বই বিভিন্ন কলেজে পাঠ্য রয়েছে।

চিঠিটি পাঠিয়েছে: মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন, বাগেরহাট।

০৬.০৫.৭১

প্রিয় মোয়াজ্জেম সাহেব, তসলিম।
আশা করি খোদার রহমতে কুশলে আছেন। কোন মতো বাচ্চাকাচ্চা নিয়ে ( মুরগি যেমন তার ছানাগুলো ডানার তলে রাখে) বেঁচে আছি । পত্রবাহক আপনার পূর্বে দেওয়া আশ্বাস অনুযায়ী আপনার কাছেই যাচ্ছে ।

শ্বাপদশংকুল ভরা এ দুনিয়ার পথ। নিজের হেফাজতে যদি রাখতে পারেন তবে খুবই ভালো নতুবা নিরাপদ স্থানে (চিতলমারীর অভ্যন্তরে কোন গ্রামে) পৌছানোর দায়িত্ব আপনার ।

বিশেষ লেখার কিছু দরকার মনে করি না । মানুষকে মানুষে হত্যা করে আর মানুষের সেবা মানুষেই করে । হায়রে মানুষ ! আমার অনুরোধ আপনি রাখবেন জানি – তা সত্ত্বেও অনুরোধ থাকল।

ইতি আপনাদের
আ. হা. চৌধুরী

মুক্তিযুদ্ধের আরো কিছু চিঠি

Comments to: শহীদ মুক্তিযোদ্ধা মো. মোয়াজ্জেম হোসেনকে লেখা চিঠি

    Your email address will not be published. Required fields are marked *

    Attach images - Only PNG, JPG, JPEG and GIF are supported.

    Login

    Welcome to Chithipotro

    You are couple of steps away from being one of our family member
    Join Us