তুমি কি ভাব? আমি তোমার কথা একটা বারও ভাবি না? তোমার আর আমার অর্থহীন সেই মুহূর্তগুলো,ছোট্টছোট্ট করে সাজানো স্বপ্নগুলি আমার মনে পরেনা?তুমি হয়ত ভাবো,আমি আর তোমার নেই।অনেক বদলে গেছি,,,,তোমায় তো আমিই দূরে ঠেলে দিলাম,আমিও তো অনেক দূরে চলে এলাম,,হয়ত ফিরে যাওয়াও সম্ভব না।তবুও,তুমি জান? তোমায় ছাড়া আমার গানগুলো শুনতে ভাল লাগে না,,গান গুলিতেও যে তোমার স্মৃতি জরিয়ে। সবই আছে,তুমিও আছ,তবুও নেই।একটা শূন্যতায় ভরা আমি,শূন্যতার কারন তুমি।।you were my smile, you are my smile…মন খারাপ এর সময় এখনও তোমার এসএমএস দেখে মন ভালো হয়ে যায়, জানি,,হয়ত তুমি তা জানো না।জানাতে ইচ্ছেও করে না।।তবুও আকুল আশা।।।বলতে ইচ্ছে করে, “চলো, আবার আগের মত হয়ে যাই।তোমায় আবার আগের মত পেতে ইচ্ছে করে। ” পারিনা বলতে। অনেক কথাই না বলা থেকে যায়।জানি কথাগুলি পাগল এর মত।আমি পাগল বলেই তো চলে আসা তমায় ছেড়ে, তবুও ফিরে যেতে চাওয়া,ফেরার রাস্তা বন্ধ জেনেও।আমি আর কাউকে ভালোবাসতে পারব না,হয়ত তোমায়ও ভালবাসতে পারিনি,তাই তো অকারনে তোমায় কষ্ট দেই,নিজেও পাই।কিন্তু আমি জানি, আমার মনে তমার জায়গা অটুট।।।তোমার স্থান অপূরণীয়।চোখ যে শুধু তমাকেই খোঁজে ঘুমের রাস্তায়,বাস্তবতার আঙিনায়।।।তবুও না পাওয়া।।জানি,তুমিও খোজ আমায়,আমিও আজো তোমার মনে বেচে আছি,দুজনই চাই আপন করতে,,,,,তবুও না পাওয়ার যন্ত্রণা,অপূরণীয় দূরত্ব, ফিরে যাওয়ার বন্ধ দরজা।।।আমি আজও শুধুই তোমার, আর তুমি আমার।।।।।বলতে পারবনা এগুল কখনো তোমায়,,,,তবুও বুঝেনিও।।।।আমার চোখ কথা বলবে তোমার জন্য।
No Comments
Leave a comment Cancel