প্রিয় দেবদূত,
কিছুদিন আগে চাঁদনী রাতে রাতের আকাশ দেখতাম। দেখতাম আকাশের বিশালতায় তারার খেলা। চাঁদের আলোতে আকাশটা কতটা সুন্দর ছিলো। ঠিক সে সময়ে আমার মনের ঘরে কে যেন উঁকি দিলো।
এখন আর রাতের আকাশ ভালো লাগে না। তারকাছে রাতের আকাশটা যেন মলিন হয়ে গেলো।শেষ রাতে যখন ঘুমাতে গেছি তখন এক দেবদূত এসেছিল। তখন ভয় হতো, আমি চোখ বুঝলে যদি সে ডানা মেলে চলে যায়! যেভাবে মুঠো খুললেই উড়ে যায় মুঠোবন্দি জোনাকিপোকা।
ঐ সন্ধ্যায় তোমাকে দেখার পর থেকে কি যেন কি হয়ে গেলো আমার। প্রেম অন্ধ, আমিও আজ অন্ধ। এই দুইচোখ তোমাকে ছাড়া কিছু দেখেনা। সৃষ্টিকর্তা যেন তোমার অঙ্গে মেখে দিয়েছে সব সৌন্দর্য। তাই তো বলি আমার দুটি চোখ যদি তোমায় লাগিয়ে দিতে পারতাম।
রোজ তোমার হাসিতে আর চোখের গভীরে আমায় ডুবে যেতে হয়। রক্তজবার মতো তোমার লাল ঠোঁটের নেশায় ডুবতে হয়। আমি যে দিন থেকে তোমায় দেখেছি সে দিন থেকে নেশাগ্রস্ত হয়েছি। এ কিসের নেশা চায়ের, নাকি দেবদূতের। মাঝে মাঝে চায়ের চুমুকেও তোমাকে পাই।
চুমুকে চুমুকে কখন যে কল্পনার জগতে হারিয়ে যাই বলতেই পারি না। তোমার এই অপরূপ সৌন্দর্য ধরে রাখার ক্ষমতা আমার নেই। এই অনুভূতি প্রকাশ করার ভাষা আমার নেই। জানা নেই তোমার চোখের মায়াবী জাদু। জানা নেই তোমার হাসির কারণ।
হয়তো অনেক কিছু বলা হবে না আমার আর। হয়তো অনুভুতি প্রকাশ হবে না আর। তবে বুঝে নিয়ো আমার মনের গভীরতা। হয়তো তোমায় বলা হয়নি বলে বুঝে নিতে পারো নি আমার অনুভুতি আর ব্যাথা।
ইতি
রিয়াজ
লিখেছেন: রিয়াজ খান
আরো পড়ুন
No Comments
Leave a comment Cancel