তারিখ: ১৯/০২/২০২১
বরাবর
মহাপরিচালক
বাংলাদেশ বেতার।
(যথাযথ কর্তপক্ষের মাধ্যমে।)
বিষয়: মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন।
মহোদয়,
উপরিউক্ত বিষয়ে সবিনয় নিবেদন এই যে, নিম্নস্বাক্ষরকারী দীর্ঘদিন যাবৎ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রে কর্মরত আছি। আমি আমার পরিবরের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় আমার অসুস্থ পিতা-মাতার ভরণ-পোষণ, ব্যয়ভার, চিকিৎসাসহ যাবতীয় দেখভালের দায়িত্ব আমাকেই পালন করতে হয়। কিন্তু আমার পোস্টিং সুদূর চট্টগ্রামে হওয়ায় আমার মতো নিম্ন বেতনের চাকরের জন্য ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া-আসার জন্য তথা পরিবারের সাথে যোগাযোগ রক্ষার জন্য বেশ অর্থ খরচ হয়ে যাচ্ছে। ফলত আমার বৃদ্ধ-পিতার মাতার চাহিদা পূরণে বাধার সৃষ্টিও হচ্ছে। আমি গত মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার স্ত্রী ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত।
এমতাবস্থায় আমি খুলনার ছেলে রিয়াজ উদ্দিন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, বাংলাদেশ বেতার, কবিরপরু, সাভার, ঢাকার সঙ্গে যোগাযোগ করলে তিনি মিউচুয়ার ট্রান্সফারের মাধ্যমে খুলনায় আসতে আগ্রহ পোষণ করেন। তার প্রত্যয়নপত্র এখানে সংযুক্ত।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন আমার অসুবিধার কথা বিবেচনা করে আমার মিউচুয়াল ট্রান্সফারের অনুমতি প্রদান করতে আপনার সুবেবেচনা প্রত্যাশা করছি।
বিনীত নিবেদক
(ফরিদ আহমেদ)
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
বাংলাদেশ বেতার, খুলনা
No Comments
Leave a comment Cancel