প্রিয় মালোবিকা
আজও তোমার হাসি ঝড়ানো কণ্ঠস্বর আমায় ডাকে। আজও আমাকে পোড়ায়..! মাঝেমধ্যে যখন খুব বেশি জানতে ইচ্ছে হয় তুমি কেমন আছো, তখন মূহুর্তেই ঝলসে যাই। যন্ত্রণার ভালোলাগা থেকে ঝরে পরে দু’ফোটা জল..!
সেদিন বুকের মধ্যে থাকা সমস্ত শাখা উপশাখা বন্ধ করে দিয়ে বলেছিলাম এখন হরতাল..। আর একটি ঢেউও আঘাত করতে পারবে না হৃদয়ের গভীরে..! বলেছিলাম মনের দাবি আদায় হলে প্রবাহিত হবে ভালোবাসা, না হলে হবে না। আসলে মনের বিরুদ্ধে যা কিছু হয়, তা হয়তো পরে থাকে কথা না বলা অন্ধ সময়ে।
তোমার অজুহাতের পাহাড়ে সেদিন আমার ভালোবাসা পিছনে পরে যায়। একটিবার দেখতে চাওনি তুমি। ধীরে ধীরে তেমার অজুহাতের পাহাড় এতবড় করেছো যে, যার কাছে আমি একটা অনুতে রূপ নেই।
তাই আর দেখা হয়নি তুমি নামের বসন্ত বাহার, দেখা হয়নি ভালোবাসা। তার প্রায় এক আলোকবর্ষ পর একটা বিজ্ঞাপন দিয়েছিলাম তোমাকে খোঁজার জন্য। বলেছিলাম একটিবার এক মূহুর্তের জন্য ফিরে আসো।
তারপর, আবার হারিয়ে যাবে। তুমি এলেনা। আচ্ছা আমি তোমার কেউ কী ছিলাম, কোন অতীত কিংবা শতাব্দীতে? মনে করে দেখতো কোনোদিন আমায় চিনতে কি তুমি? বরফ জমা কোন নদীর অতলে, গভীর গতি হারানোর যে ব্যথা দেখেছো কি তুমি?
আমাকে দেখে যাও। শুনেছো কি তুমি? হৃদপিণ্ড অন্য জন কে দিয়ে বেঁচে আছে কোন প্রাণী..!
আমাকে দেখে যাও, আমার গল্প শুনে যাও।
লিখেছেন: Sheikh Ruman dk
No Comments
Leave a comment Cancel