মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আপনি হলেন আমার বাড়ির সামনের মাঠের অনিয়মিত খেলোয়াড়। শরৎ এর কোনো এক শুভ্র সকালে আপনাকে আমি মাঠেই দেখেছিলাম।
সেদিনের পর থেকে রোজ ভোরে আমার ঘুম ভাঙ্গে আপনার জন্যই। এই ভালো লাগাটা অবশ্য একদিনে তৈরি হয়নি। আস্তে আস্তে হয়েছে, কিছুটা সময় নিয়ে। এটাকে আমি ভালোবাসা না বলে ভালো লাগাই বলবো।
কারণ ভালোবাসি শব্দটা আমার কাছে বড্ড ভিত্তিহীন ও নড়বড়ে। আপনার নাম কি, বাড়ি কোথায় কিছুই আমি জানি না। জানতে চাইও না। দূর থেকে দেখার মিষ্টি একটা অনুভূতি নিয়েই কাটাতে চাই প্রতিটি সকাল।
আপনিতো আবার প্রতিদিন আসেন না। যেদিন আপনি আসেন না সেই দিনগুলোতে অবশ্য আমার মন কিছুটা বিষণ্ণ হয়, তবুও ভাবি যে রোজ রোজ আমাদের দেখা না হোক। কারণ আমার ভয় হয়, রোজ দেখা হলে যদি আপনাকে দেখার তীব্র আকাঙ্খাটা মরে যায়!
তাই বলি যে, দীর্ঘ অপেক্ষা নিয়ে আপনার আমার দেখা হোক। সেই দেখা হওয়ার একটা দিন নিয়েই যেন কয়েকটা প্রহর কাটিয়ে দেয়া যায়। আপনাকে যদি রোজ একটা করে আমার ছদ্মনামী চিঠি পাঠাতে পারতাম তাহলে খুব ভাল হতো।
প্রথম যেদিন চিঠিটা হাতে পেতেন, অবাক আর বিস্ময় ভরা চোখে আমার চিঠিটা খুলতেন, পড়তে পড়তে মনের অজান্তেই আপনার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠতো। আর সেই মধুর দৃশ্যটি যদি আমি খুব গোপনে গুপ্তচারিণী হয়ে দেখতে পারতাম, তবে সেই অনুভূতিকে আমি পৃথিবীর সেরা অনুভূতি বলে আখ্যায়িত করতাম।
পৃথিবীর সকল প্রেমিক পুরুষদের উদ্দেশ্যে বলছি, আপনাদের বাড়ির আঙ্গিনায় একটা করে লাল রং এর পোস্ট বাক্স বসাবেন, ছদ্মনামী একতরফা প্রেমিকাদের বেনামি চিঠিগুলো শহরের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে স্থায়ী ঠিকানার অভাবে।
ইতি
মেঘমালা
লেখা: সারানা ইসলাম
No Comments
Leave a comment Cancel