প্রিয় পুষাস্বপ্ন,
চিঠির প্রথমেই তোমাকে সন্ধ্যামালতী ফুলের সুবাস নিতে বলবো। কারণ সন্ধ্যামালতীর সৌন্দর্য দৃশ্যমান হলেও যেমন সুবাস নেই; তেমনি আমিও কখনো তোমার সুবাস নিতে পারিনি।
তুমি আমার কল্পনাতে কাহিনী রূপে বিরাজমান। আমার চিরকুটে তুমি যদিও অধ্যায়ের শিরোনাম। তবুও এই জীবনের অধ্যায়ে তোমার ঠাঁই নেই। কেননা, আমি কামিনী। তাও তুমি একবার অনুভব করে দেখ, কত চিঠি জমা আছে তোমায় নিয়ে সেটা তুমি আদৌ জানো না।
সত্যিই তোমাকে যত দেখি, যত তোমাকে নিয়ে ভাবি, ততই মন্ত্রমুগ্ধ হই। তবে বাস্তবে তুমি কেবল চিৎকার ছাড়া কিছুই নও। যেনো আওয়াজবিহীন বজ্র। কেনো বলতো? আমি কামিনী, তাই!
হ্যাঁ, আমি কামিনী। একটা অভিশপ্ত নামের অধিকারী। যে নামটা তোমাকে বন্দিনীর সুরে ডাকে তবে তুমি শুনো না। আমার তোমাকে দেখার সাধ্য নেই, তাও তোমাকে চিঠি লিখি।
শেষ কথায় রুদ্ধ একটা শ্বাস নিয়ো বিদায় নিচ্ছি।
ইতি
খুব দূরে অবস্হানকৃত
মেরিলাইট
লেখক : সাবিকুন নাহার উর্মিলা
কোটবাড়ি, কুমিল্লা
আরো পড়ুন
- অরুণিমার কাছে চিঠি-০১
- অরুণিমার কাছে চিঠি-০২
- অক্ষরের কাছে কথার চিঠি
- মিথিলার কাছে অনন্তের চিঠি
- প্র্রিয়তম, তোমার জন্য
- প্রিয়তমেষুর জন্য
- মেঘার জন্য চিঠি
No Comments
Leave a comment Cancel