প্রিয় বাবা,
আমার সালাম নিও। কেমন আছো তুমি? বাবা তোমাকে অনেক ভালোবাসি কখনো মুখ ফুটে বলতে পারিনি। বাবা তোমাকে সবসময় হাসিখুশি দেখতে চাই। কিন্তু যখন দেখি তুমি কষ্ট পাও, তখন আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায়।
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তুমি যাদের জন্য এত করেছ, তারাই তোমাকে আজ কষ্টের সাগরে ভাসিয়ে দিল। কিন্তু তোমার তো এই কষ্টের সাগরে ভেসে বেড়ানোর কথা না। বাবা তুমি তোমার বুকে চাপা কষ্টকে ভাসিয়ে দিয়ে জীবনকে উপভোগ করো।
অতীতকে ভুলে যাও। অতীতের কথা মনে করে তুমি আজও কষ্ট পাও। আমি জানি। প্রিয় মানুষদের কাছ থেকে কষ্ট পেলে তা কখনো ভোলা যায়না। বাবা আমি এখন তোমাকে ছেড়ে শশুর বাড়ি থাকি কিন্তু সারাক্ষণ আমার ভাবনা -চিন্তায় তুমি থাকো।
তোমার সাথে কাটানো শৈশবে নানা স্মৃতিগুলো খুব মনে পড়ে। কত মধুর ছিল আমার শৈশব, তোমার সাথে মেলায় ঘুরতে যাওয়া, নৌকা দিয়ে ঘুড়া, অনেক বায়না করতাম।
আর তুমি হাজার কষ্ট হলেও আমার সব বায়না রাখতে। এখন আমারও খুব ইচ্ছে হয় তোমাকে নিয়ে ছোটবেলার মতো ঘুরতে যাই। তাই মাঝে মাঝে তোমাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই।
আমার খুব ইচ্ছে করে বাবা আমি যদি তোমাকে পুরো বাংলাদেশটাই ঘুরিয়ে দেখাতে পারতাম, তাহলে আমার আশা পূরণ হতো। বাবা তুমি যখন আমার বাসায় আসো তখন আমার মনে হয় তুমি যদি ৭ দিন আমার বাসায় থাকতে আমি তোমাকে প্রাণভরে দেখতাম তুমি আসো ১দিনের জন্য।
তোমাকে দেখে আমার মন ভরে না। তুমি যখন আমার বাসায় আসো, কতকিছু আমার জন্য নিয়ে আসো দুহাত ভরে। অনেক কষ্ট হয় তোমার এসব খাবার, ফল,সবজি বহন করে আনতে।
তবু তুমি আমার জন্য কষ্ট করে নিয়ে আসো। আমি তোমাকে বারবার নিষেধ করি, তোমার বয়স হয়েছে বাবা এখন এত ওজনের জিনিস তুমি বহন করে এনো না। তবু তুমি তোমার নিজের গাছের ফল, সবজি,পুকুরের মাছ,ইত্যাদি অনেক কিছু নিয়ে আসো।
বাবারা এমনই হয় সন্তানের মুখের হাসির জন্য তারা তাদের সব সুখ পর্যন্ত বিসর্জন দিতে পারে। বাবা তুমি আমার আদর্শ। বাবা তুমি আমাকে শিখিয়েছো নামাজ পড়তে, মানুষের সাথে খারাপ ব্যবহার না করতে, সব সময় সত্য কথা বলতে,মানুষকে কষ্ট দিয়ে কথা না বলতে।
বাবা আমি গর্বিত তোমার মত সৎ, ন্যায়-নীতি, পরায়ন একজন আদর্শ বাবার সন্তান হতে পেরে। বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা তুমি আমার জীবনে বট বৃক্ষের মত, বটবৃক্ষ যেমন মানুষকে ছায়া দেয়, তেমনি তুমি তোমার ছায়ায় আমাকে সারাজীবন আগলে রেখো।
আমি সব সময় নামাজ পড়ে, পরম করুনাময় আল্লাহর কাছে, প্রার্থনা করি আল্লাহ যেন আমার বাবাকে সব সময় সুস্থ রাখে, ভালো রাখে। সকল বিপদ- আপদ থেকে রক্ষা করে। আল্লাহ যেন আমার চেয়ে বেশি হায়াত আমার বাবা কে দেয়, ভালো থেকো বাবা।
ইতি,
তোমার আদরের মেয়ে,
লাকী আক্তার (সীমা)।
No Comments
Leave a comment Cancel