প্রতিষ্ঠানে অনেকদিন চাকরি করার পরও কারো কারো বেতন ভাগ্য তেমন ভালো হয় না। কিন্তু নিজের অবস্থান ব্যাখ্যা করে যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করলে অনেক সময় সমাধান মেলে। আবার সমাধান না হলে সেটার ব্যবস্থাও আছে। চাইলে এই চিঠিটাকেই পদত্যাগপত্র হিসেবে দেখানো যেতে পারে! দেখে নিন বেতন বৃদ্ধির জন্য আবেদনপত্র কিভাবে লিখতে হয়।
বেতন বৃদ্ধির জন্য আবেদনপত্র
তারিখ: ২১ জুন, ২০২১
বরাবর
ব্যবস্থাপনা পরিচালক
ড্রিম প্রাইভেট লিমিটেড
চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা-১২১৩
মাধ্যম:
অ্যাসিস্টেন্ট ডিরেক্টর
ড্রিম প্রাইভেট লিমিটেড
বিষয়: বেতন বৃদ্ধির জন্য আবেদনপত্র এবং অন্যান্য প্রসঙ্গ।
জনাব,
আমি নিম্ন স্বাক্ষরকারী মো. আমির হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ, মিডিয়া ডিপার্টমেন্ট। বিগত ৭ বছর যাবত কোম্পানি কর্তৃক অর্পিত দায়িত্ব এবং কর্তব্য নিষ্ঠার সাথে সঠিকভাবে পালনের চেষ্টা করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে, গত প্রায় দু’বছর যাবত একই বেতনে কাজ করে যাচ্ছি।
বিগত কিছুদিন যাবত আমার বেতন বৃদ্ধির বিষয়ে মৌখিকভাবে আমার সিনিয়র ম্যানেজমেন্টের সাথে একাধিকবার কথা হয়েছে। কিন্তু বিষয়টির কোনো সুষ্ঠু সমাধান এখনো পাইনি। অনন্যাপায় হয়ে আমাকে এই চিঠি লিখতে হলো।
আরো কিছু আবেদন পত্র দেখে নিন
- প্রত্যয়নপত্র লেখার নিয়ম
- আপোষ নামা তৈরি ও লেখার নিয়ম
- মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন লেখার নিয়ম
- বদলীর জন্য আবেদন
- মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন
- হিসাব রক্ষক কর্মকর্তা পদে নিয়োগের জন্য আবেদন।
- চাকুরিরত অবস্থায় অধ্যয়নের অনুমতির জন্য আবেদন।
আপনি নিশ্চয় অবগত আছেন, নাগরিক জীবন-যাপনের ব্যয় কিভাবে বৃদ্ধি পাচ্ছে। সে তুলনায় আমার আয় বৃদ্ধি ঘটেনি, বিধায় পরিবার এবং সন্তানাদি নিয়ে হিমশিম অবস্থা। এ অবস্থায় ন্যূনতমভাবে বেঁচে থাকতে গেলেও আয় বৃদ্ধি করা ছাড়া অন্য কোনো উপায় আমার সামনে খোলা নেই। তাই আমার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বর্তমান বেতন থেকে অন্তত আরো ৪ হাজার টাকা বৃদ্ধি করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
সেই সাথে আপনার সদয় অবগতির জন্য আরো জানাতে চাই, আমার বেতন বৃদ্ধির বিষয়টি যদি অফিসের পক্ষে সম্ভবপর না হয় সেক্ষেত্রে এই চিঠিটিকে আমার পদত্যাগপত্র হিসেবে বিবেচনা করে আগামী ১ আগস্ট, ২০২১ থেকে আমাকে ছাড়পত্র দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
নিবেদক
(মো. আমির হোসেন)
সিনিয়র এক্সিকিউটিভ, মিডিয়া
ড্রিম প্রাইভেট লিমিটেড
No Comments
Leave a comment Cancel