তারিখ: ০১/০১/২০২০
বরাবর
জেনারেল ম্যানেজার
এইচআর এণ্ড অ্যাডমিন
করিম গ্রুপ অব কোম্পানিজ
ঢাকা, বাংলাদেশ
বিষয়: বিয়ের ছুটির জন্য আবেদন পত্র।
জনাব,
আন্তরিক শুভেচ্ছা। আমি মো. রহিম, সিনিয়র এক্সিকিউটিভ, করিম গ্রুপ অব কোম্পানিজ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আগামী ০১.০১.২০২০ তারিখে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। এমতাবস্থায় ০১.০১.২০২০ থেকে ০১.০১.২০২০ তারিখ পর্যন্ত মোট সাত দিন ছুটি প্রয়োজন।
অতএব, মহোদয়রে নিকট আকুল আবদেন এই যে উপরোক্ত বিষয়টি বিবেচনাক্রমে ০৭ (সাত) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।
নিবেদক
(মো. সোলাইমান হোসেন)
মো. রহিম, সিনিয়র এক্সিকিউটিভ
করিম গ্রুপ অব কোম্পানিজ
একনজরে বেশ কিছু দরখাস্ত দেখে নিন-
- ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হবার আমন্ত্রণপত্র
- ওয়াজ মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন
- ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হবার আমন্ত্রণপত্র
- মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন লেখার নিয়ম
- বদলীর জন্য আবেদন
- বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদনের নমুনা ফরম
- মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন
- চাকুরিরত অবস্থায় অধ্যয়নের অনুমতির জন্য আবেদন।
- হিসাব রক্ষক কর্মকর্তা পদে নিয়োগের জন্য আবেদন।
- এনজিও তে চাকরির দরখাস্ত
- সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন
- পদোন্নতির জন্য আবেদন পত্র
- বিয়ের ছুটির আবেদন
- অফিশিয়াল ছুটির আবেদন (অনুপস্থিতির জন্য)
No Comments
Leave a comment Cancel