প্রিয় A.F
সময় অসময়ের কাব্যে যার অনবরত বিচরণ তাকে রোজ রোজ আর কি পত্র লিখবো। তবুও অসান্ত মনের কিছু হালকা অনূভুতি মাঝে মাঝে যেন তোমায় প্রকাশ না করলেই নয়।
কেমন আছো?
আমি কিন্তু সব সময় ভালো থাকার ভীড়ে জোর করে হলেও ঢোকার চেষ্টায় থাকি। ইদানিং তোমার অবয়ব হাসিটা আমাকে বার বার মনে করিয়ে দেয়।
ছেঁড়া ডাইরির পৃষ্ঠাগুলো আচমকা ভাবে হলেও চোখে লবনাক্ত পানিগুলোও বড্ড বেহায়ার মতো ভীড় জমায়। থামাতে গেলে যেন চোখে আরো জলের মিছিল শুরু হয়।
মাঝে মাঝে অবাক না হয়ে পারিনা। একা একাই হাসি। তাও ভয় লাগে লোকে আবার পাগল ভাববে না তো? যাই হোক, আমাকে নিয়ে তো অনেক বললাম। তোমার দিনের শুরু থেকে দীর্ঘ রাত কেমন কাটে?
নিশ্চই অনেক সুখে আনন্দে। সত্যি কথা কি জানো! আমি কিন্তু তোমার আনন্দের সঙ্গী কখনোই হতে চাইনি। সব সময় চেয়ে ছিলাম,আমি কেন পৃথিবীর যে কেউ যদি তেমায় সুখি রাখতে পারে সেটাই সার্থক আমার।
আর সেটা সার্থক হয়েছে। ভালো থাকো, ভালো থাকার দলে। ভালো রাখো যতো প্রিয় মুখের হাসি আছে তোমার চোখে। আমিও একা একাই সাজাবো ধরনী আবার হয়তো নতুন কোন ভাবে।।
লেখা: রাসেল আহমেদ
মান্দা, নওগাঁ।
No Comments
Leave a comment Cancel