প্রিয়তমা প্রেয়সী,
আমি জানি পাখি পোষা তোমার শখ। প্রতি শীতে তোমার নতুন পাখি লাগে , সব পাখি তোমার পছন্দ , এমনকি কাকও । এইতো গত শীতে তুমি একটি কাক পুষেছিলে।সে তোমাকে ঠোকর মেরে চলে গিয়েছিল, মনে আছে?
শুনেছি এই শীতেও তুমি নতুন কোন অতিথি পাখি পুষছো । কেমন সেই পাখি । সে কি তোমার বুলি আওড়ায়।? তোমার আদর কি সে নেয়?
খুব অবাক লাগে, কখনও আমিও তোমার পাখি ছিলাম । তুমি নতুন পাখির খোঁজ পেলে আর আমাকে মুক্ত করে দিলে। পাখি উড়ে যায় , আর রেখে যায় মায়া।
মায়া বড় অদ্ভুত জিনিস। তুমি বলেছিলে মানুষ চলে যায়, মায়া থেকে যায়। তুমি তো চলে গেলে, তোমার মায়া ঠিকই রয়ে গেছে।
মনে আছে তোমার? যখন কলেজে ক্লাস করতে, আর সব কঠিন কঠিন বিষয় নিয়ে তুমি বিজ্ঞের মত কথা বলে তাক লাগিয়ে দিতে।
তুমি বলতে পরমানু, নিউট্রন বোমা, হাইড্রোলিক ড্রোন আর কত কি। আমি অত সব বুঝতাম না, আমি শুধু তোমার মন বুঝতে চাইতাম। তুমি নিউট্রন বোমা বুঝলে আমার ভালবাসা বুঝলে না।
মনে আছে তোমার পহেলা ফাগুনের কথা…. কলেজের প্রধান ফটকে হাতে গোটা শতক গোলাপ নিয়ে তোমার জন্য অপেক্ষা করছি।
তুমি এলে রক্ত জবা লাল শাড়ি আর কপালে ছোট কালো টিপ পড়ে, দেখি তোমার হাতে কারো দেয়া হাজার গোলাপ ফুল, অমনি আমার বুক দুমড়ে মুষড়ে গেল।
ইচ্ছে হয়েছিল আমার শতক গোলাপ ছিঁড়ে ফেলি। পাড়িনি ছিঁড়তে, কারণ আমার মন তখনও শুধু তোমাকেই চেয়েছিল।
তারপর একদিন বলেছিলে আমার সাথে তোমার আর যাচ্ছে না। আমার গিটারের সুর তোমাকে আর মূর্ছনায় ভাসাচ্ছে না। কারণ জানতে চেয়েছিলাম, জানাওনি।
এরপর অনেকটা বছর কেটে গেল, একদিন আমিও বিয়ে করে ফেললাম। তুমি জানো আমার একটি মেয়ে হয়েছে। অবিকল তোমার মত দেখতে। প্রকৃতির খেলা কতই না অদ্ভুত, যাকে ভুলে যেতে চায়, তাকে ভুলতে দেয় না।
কোন না কোনভাবে ঠিক চলে আসে। আমার মেয়ের নাম তোমার নামই রেখেছি। ভালবেসেছি বলে স্মৃতিটুকু ধরে রাখার অধিকার আমার তো আছে। সবটুকু তো ছিনিয়ে নিলে, নামটুকু না হয় ভালবাসার স্মৃতি হয়ে থাক।
আমি ভাল আছি, তুমি ভাল থেকো।
লিখেছেন: ওমর ফারুক খান নিওন
No Comments
Leave a comment Cancel