তারিখ:০১-১০-২০২১
প্রথম পক্ষ
সাবিনা ইয়াসমীন
সম্পাদক ও প্রকাশক, রোদসী
প্লানার্স টাওয়ার, পান্থপথ, ঢাকা
দ্বিতীয় পক্ষ
জসিম উদ্দিন
সত্তাধিকারী: মিতু প্রিন্টিং এন্ড প্রেস
ফকিরাপুল, ঢাকা
আমি সাবিনা ইয়াসমীন (প্রথম পক্ষ) জেলা প্রশাসক, ঢাকা থেকে ‘রোদসী’ নামের মাসিক একটি ম্যাগাজিন প্রকাশের অনুমতি পেয়ে একটি ভালো প্রেসের প্রয়োজনীয়তা অনুভব করি।
তাছাড়া ম্যাগাজিন প্রকাশের শর্তে প্রেসের সাথে চুক্তি করার বাধ্যবাধকতা থাকায় জসিম উদ্দিনকে (দ্বিতীয় পক্ষ) মনোনীত করি রোদসী ছাপানোর জন্য প্রেস হিসেবে।
দ্বিতীয় পক্ষ আমার প্রস্তাবে রাজী হওয়ায় উভয়ের সম্মতিতে উক্ত চুক্তিপত্রটি স্বাক্ষরিত হলো। চুক্তি সম্পন্ন হবার পর থেকে এই চুক্তির মেয়াদ হবে ১০ (দশ) বছর। নি¤েœ চুক্তির শর্তসমূহ লিপিবদ্ধ হলো-
শর্ত সমুহ নিম্নরূপ:
১) প্রথম পক্ষ প্রতি মাসের ২৫ তারিখের মধ্যে রোদসীর মেকআপ ফাইল সিডি/পেনড্রাইভে দ্বিতীয় পক্ষের হাতে পৌঁছাবেন। দ্বিতীয় পক্ষ পরের মাসে প্রথম সপ্তাহের মধ্যে রোদসীর প্রিন্ট কপি অফিসে সরবরাহ করবেন।
২) প্রথম পক্ষ সিডি/পেনড্রাইভ দিতে দেরি করলে দ্বিতীয় পক্ষ সেই অনুপাতে দেরিতে ম্যাগাজিন প্রিন্ট কপি সরবরাহ করবেন। এতে প্রথম পক্ষ কোনো প্রকার আপত্তি করতে পারবেন না।
আরো কিছু দরকারী লেখা পড়ুন
- দোকান ভাড়ার চুক্তিপত্র
- দোকান ঘরের চুক্তিপত্র লেখার নিয়ম
- জমি বন্ধকের অঙ্গিকার নামা
- দোকানঘর ভাড়ার চুক্তি পত্র
- চুক্তি করবেন যেভাবে
- ফ্ল্যাট বুকিংয়ের ক্ষেত্রে লক্ষণীয়
- ফ্ল্যাট ক্রেতা বিক্রেতার চুক্তিপত্র
- জমি বন্ধকের চুক্তি নামা
- প্রেসের সাথে চুক্তিপত্র
- কোন চুক্তিপত্রে কত টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হয়?
- পার্টনারশিপ চুক্তিপত্র দলিল
- দলিল বাতিলের মামলা কিভাবে করতে হয়, কি কি লাগে?
- বায়না দলিল বাতিল করার নিয়ম
- সম্পত্তি দান করতে চাইলে যা করবেন
- বায়না দলিলের শর্তাবলি
- হেবা দলিল বাতিল করার নিয়ম
- দানপত্র/হেবাবিল এওয়াজ দলিল রেজিস্ট্রি খরচ
- জমির মাপ
- জমির হিসাব
- ডেভেলপারের সঙ্গে চুক্তির আগে-পরে ভূমি মালিক ও ফ্ল্যাট ক্রেতার করণীয়
- বায়নানামা দলিল লেখার নিয়ম
৩) প্রতি মাসে ন্যূনতম ৫,০০০ (পাঁচ হাজার) কপি ম্যাগাজিন ছাপতে হবে। অন্যথায় দ্বিতীয় পক্ষ ম্যাগাজিন ছাপতে বাধ্য থাকবে না। এর বেশি ম্যাগাজিন ছাপতে চাইলে দ্বিতীয়কে আগে থেকে অবহিত করতে হবে।
৪) দ্বিতীয় পক্ষ প্রতি মাসে ম্যাগাজিন ছাপনোর সম্ভাব্য খরচ প্রথম পক্ষের সাথে কথা বলে একটি বাজেট পাঠাবে। সেই অনুপাতে কথা বলে প্রথম পক্ষ প্রতি মাসে একটা কার্যাদেশ দেবে। কার্যাদেশ ব্যাতীত দ্বিতীয় পক্ষ কোনো ম্যাগাজিন ছাববে না।
৫) ম্যাগাজিন প্রকাশের সাত কর্ম দিবসের মধ্যে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের হাতে বিল পাঠাবে। উক্ত বিলের টাকা পরবর্তী সাত কর্মবিসের মধ্যে পরিশোধ করা হবে।
৬) দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের অনুমতি ব্যাতীয় অন্য কোনো ম্যাগাজিন প্রকাশ এবং প্রচার করতে পারবেন না।
৭) সময়মতো ম্যাগাজিন প্রকাশ করতে ব্যর্থ হলে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। প্রথম পক্ষ চাইলে আর্থিক ক্ষতিপূরণ চাইতে পারেন।
৮) প্রথম পক্ষ তাদের ম্যাগাজিনের প্রিন্টার্স লাইনে দ্বিতীয় পক্ষের প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা স্পষ্ট করে উল্লেখ করে প্রতি সংখ্যার প্রকাশনা বের করবেন। এতে কোনো পক্ষেরই কোনো আপত্তি থাকবে না।
৯) ম্যাগাজিন ছাপানোর কোনো ত্রুটি বা ব্যাত্যয় হলে এর সম্পূর্ণ দায়ভার দ্বিতীয় পক্ষ গ্রহণ করবেন।
১০) দ্বিতীয় পক্ষ রোদসী ম্যাগাজিন ছাপানোর বাইরে এর বিপণন বা অন্য কোনো কাজে যুক্ত হবেন না। প্রথম পক্ষের অনুমতি ব্যাতিত বাইরের কাউকে কপি দেয়া বা বিক্রি করতে পারবেন না।
এমনকি রোদসীর কোনো কনটেন্ট বা বিজ্ঞাপন কাউকে দিতে পারবেন না। এরূপ কোনো কাজ প্রথম পক্ষের অগোচরে সংগঠিত হলে প্রথম পক্ষ চাইলে আইনের আশ্রয় নিতে পারবেন।
১১) উভয় পক্ষের সম্মতিতে এই চুক্তিপত্র যে কোনো সময়
উল্লিখিত শর্ত সমুহ উভয়পক্ষ নিজে পড়ে এবং শুণে অন্য কারো দ্বারা প্রভাবিত না হয়ে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিকে এই ‘চুক্তিপত্র’-এ নিজ নিজ নাম সহি/স্বাক্ষর করিলেন।
স্বাক্ষর প্রথম পক্ষ স্বাক্ষর দ্বিতীয় পক্ষ
সাক্ষীগণের স্বাক্ষর
১) নাম:
পিতার নাম:
ঠিকানা:
২) নাম:
পিতার নাম:
ঠিকানা:
No Comments
Leave a comment Cancel