মানুষের হাঁসির মধ্যে যে এত মুগ্ধতা থাকতে পারে, আপনারে না দেখলে জানাই হতো নাহ। একটা মৃদু হাঁসি যা আমায় বড্ড এলোমেলো করে দিলো।
শুধু নির্বাক হয়ে একদৃষ্টিতে তাকেয়ে- হাঁসির মাধুর্যে হারিয়ে ছিলাম নিজেকে। আমি আজও খুজে পাইনি আমাকে, কত শত আয়োজনেও ঐ ক্ষণিকের শূন্যতা আমায় ভাসায়। আচ্ছা কেন এমন হয়?
তবে শূন্যতা অনুভব করা কি ভালোবাসা? আপনাকে দেখার আগে তো এমন অদ্ভুত মিষ্টি যন্ত্রণাগুলো উপলব্ধি হয় নাই- এখন কেন হয়? কেন চোখ বুজলে শুধু আপনারে দেখি?
দুই চোখে মাইখা, অন্তরে গাঁইথা, মনে মনে কত ছবি যে আকিঁ- সেই কথা আমি কেমনে বোঝাবো আপনারে। আইচ্ছা, আপনার চোঁখে চোঁখ রাইখা যদি বলি ভালোবাসি, তবে কি আপনি আমায় ফিরায়ে দিবেন?
যদি ফিরায়ে দেন তাহলে চিঠির বদল চিঠি আর দেওন লাগবো নাহ। আপনার মাঝে যে নিজেরে বিলায়ে দিছি সেই আমিটারে ফিরত দিয়েন।
ইতি
একটা মৃদু হাঁসির মাধুর্যে আটকে যাওয়া বদ্ধ উন্মাদ।
লেখা: আপেল মাহমুদ কাওসার
নারায়ণগঞ্জ
No Comments
Leave a comment Cancel