প্রিয় মেঘবতী,
আমার মনের আকাশটা বড্ড শূন্য। না আছে কোনাে চাঁদ , না আছে কোনাে তাঁরা। আছে শুধু জ্বলদগ্নি সূর্যের উত্তাপ। তাঁর অনল প্রতাপ আমাকে প্রতিনিয়ত পোড়ায়। পুড়তে পুড়তে আমি ভস্ম হয়ে যাচ্ছি।
আমার জ্বলন্ত বুকে এক চিমটি জলের ছিটা চাই, মেঘবতী । আমার আকাশ জুড়ে মেঘ হয়ে জমবে তুমি প্লিজ। তােমাকে বুকে নিয়ে আমার উত্তপ্ত বুকটা শীতল করতে চাই। আমার ভালােবাসার ছোঁয়ায় তােমাকে এলােমেলাে করে দিতে চাই। বাতাস হয়ে ছুঁয়ে দিতে চাই আমার মেঘবতীকে।
আমি যখন তােমায় ছুঁয়ে দিবাে তুমি শিহরণে এলােমেলাে হয়ে যাবে। বিস্তৃত হয়ে জুড়ে বসবে আমার সমস্ত গগনে । ভালােবাসায় ছুঁয়ে দিতে বৃষ্টি হয়ে নামবে আমার অন্তঃকরণের উঠানে। আমি দুহাত পেতে বৃষ্টিবিন্দু সঞ্চয় করবাে নিঃশব্দে।
মেঘবতী, তােমার রােষাগ্নি আঁখি যুগল আমাকে আহত করে সর্বদা। ইচ্ছে করে কাজলের খুঁটিরে মিশে যাই। তুমি আমাকে তােমার নয়নে লেপ্টে দিয়ে তােমার নয়নে বেঁধে রাখাে । ইচ্ছে করে তােমার ওষ্ঠযুগল লেপ্টে থাকি লাল টুকটুকে লিপস্টিক হয়ে। আর আমি তোমার অধর ছুঁয়ে যাই উন্মাদ হয়ে ।
ইচ্ছে করে ঝনঝন শব্দ তোলা চুরি হয়ে যাই। যেন তুমি সযত্নে তোমার হাতে আমায় বেঁধে রাখো আর আমি প্রতিটাক্ষণে তোমার হাতে চুম্বন এঁকে যাই। ইচ্ছে করে তোমার কপালে ছড়িয়ে থাকা অবাধ্য চুল হয়ে যাই । যেন তুমি তা কানে গুঁজে দিলে তোমার কপালে শতশত ভালোবাসার পরশ এঁকে দিতে পারি। চিৎকার করে বলতে ইচ্ছা হয়, ‘মেঘবতী ভালােবাসি তােমায়, খুব ভালােবাসি।।’
তোমার প্রিয় মেঘ
লেখক- শুভদীপ হালদার
কোলকাতা , ইন্ডিয়া
No Comments
Leave a comment Cancel