প্রীয়তমেষু,
অনেকদিন হয়ে গেলো আমাদের দেখা হয় না, চোখে চোখ রাখা হয় না, পাশাপাশি বসা হয় না! পৃথিবী আজ ভয়ঙ্কর অসুস্থ অনিমেষ।
চিঠিটা তোমার কাছে পৌছাতে হয়তো সময় লাগবে অনেক।কিন্তু পৌঁছাবেই! অনিমেষ দেখিও আমাদের সম্পর্ক জেনো আবার শহরের এই অসুস্থতার ভিড়ে ডুবে না যায়!
তোমার আমার আবার জেনো দেখা হয় সুস্থ এক শহরে। আবার একসাথে চলা হয় আবার জেনো মনখুলে বলা হয় ভালোবাসা বাসির কথা!
সেদিনটার জেনো আবার পুনঃরাবৃত্তি হয় যেদিন হঠাৎ তুমি এসে চমকিয়ে দিয়েছিলে! অনু আমি এসেছি। আমি দৌড়ে এসে বলবো পাঁচ মিনিট দাঁড়াও আমি আসতেছি।
অনিমেষ! তুমি আবার আসবে সবুজ রঙের পাঞ্জাবি টা পরে সুস্থ এক শহরে! আবার জেনো ফুটপাতের পথ ধরে অনেকটা দূর হাটতে পারি একসাথে।
আমার ভালোবাসাকে যত্নে রেখে অনিমেষ আদরে রেখো! অনিমেষ! আমাদের প্রথম বসন্তের মতো আবার কোনো এক বসন্তের দিনে তুমি অপেক্ষা করবে আমার জন্য হাতে কৃষ্ণচূড়া নিয়ে।
আবার সেদিনটার মতো তুমি আমায় শাড়ি পরিয়ে দিবে যেদিন আমি শাড়ি পরতে পারছিলাম না বলে তুমি পরিয়ে দিতে এসেছিলে বেলকনি বেয়ে!
সেদিনটার মতো আবার জেনো একটা দিন আসে যেদিন নৌকায় ঘুরে বেড়েয়েছি পুরো একটা দিন!
অনিমেষ! তুমি আসবে আবার আমার সুস্থ শহরে তোমার প্রিয় রঙের গোলাপগুলো কিনে রাখবো আমি। রজনীগন্ধা দিয়ে বরণ করবো তোমায় আবার এই সুস্থ শহরে!
কলেজের গ্যালারিতে বসে তোমার কাঁধে মাথা রেখে রুদ্রের কবিতা শুনবো! কতদিন শুনিনা তোমার সেই আবৃত্তি! মায়াবী সেই কণ্ঠ! আমাদের আবার দেখা হবে সুস্থ এই শহরে!
এইবার আসার সময়, আমার জন্য বই নিয়ে আসবে রুদ্র! দেখো রুদ্র তোমার জন্য কিন্তু আমার চিন্তা হয় খুব! সবাই ঘরে থাকলে যে তুমি ঘরে থাকতে পারো না!
আমি তোমাকে এরজন্য বাঁধাও দিবো না খেতে না পাওয়া মানুষের মুখে দুবেলা ভাত যোগাতে যে তুমি লড়াই কর! তুমি যে আমার বিপ্লবী প্রেমিক!
দ্রোহের আগুন তোমার অন্তরে জ্বালিয়ে রেখো এই আগুন। এই আগুনে যাতে নিস্তেজ হয়ে যায় সকল অন্যায় -অবিচার!
শুধু বলবো সাবধানে থাকবে যতদিন না পুরো পৃথিবী সুস্থ হচ্ছে, যতদিন না এই শহর তার অসুস্থতা কাটিয়ে উঠতে পারছে! ততদিন তুমি সাবধানে থাকবে অনিমেষ। নিজের খেয়াল রাখবে।
আমাদের ভালোবাসাকে যত্নে রাখবে। কোনো অসুস্থতা জেনো আমাদের ভালোবাসাকে স্পর্শ করতে না পারে অনিমেষ। আমাদের আবার দেখা হবে সুস্থ এক শহরে। ততদিন ভালো থাকবে। সাবধানে থাকবে এবং গুছিয়ে থাকবে।
ইতি তোমার
অনুশীলা
লেখা: নির্জনা বড়ুয়া।
No Comments
Leave a comment Cancel