প্রিয় প্রাক্তন,
আমার শার্টের বোতামে আটকে যাওয়া
তোমার সেই চুলের স্বুবাসে
আমি আজও শিহরিত হই।
যদিও এখন আর চিরচেনা সেই রাস্তায়
তোমার হাতে হাত রাখিয়া হাটা হয় না।
তবে এখনও সেই রাস্তার দূ-পাশের লতা পাতা গুলো
অবাক দৃষ্টিতে তাকিয়ে
আমার একাকী চলে যাওয়া দেখে।
ওরা যদি কথা কইতে পারতো
তাইলে মনে হয় ওরাও জিগাইতো
কিরে, হেয় কি তোরে ছাইড়া চইলা গেছে..??
কিন্তু ওরা তো কথা কইতে পারেনা।
কতদিন যে হয়ে গেছে তোমার ঐ চাঁদমুখের দিকে
অবাক হয়ে তাকিয়ে থাকিনা!!
যে মুখের মুক্তাঝরা হাসি দেখিলে একসময়
আমার সব দূঃখ-কষ্ট দূর হইয়া যাইতো।
সেই মুক্তাঝরা হাসি যে
আমার পক্ষে ভোলা বড়ই দায়!!
ইতি
আমি তোমার সেই অবহেলা।
লিখেছেন: মোহাম্মদ জাকারিয়া
No Comments
Leave a comment Cancel