গল্পটা তিন বছর আগে থেকেই শুরু।
আমার জীবনে এমন টা কখনোই ঘটেনি। যে প্রথমবার প্রথম কাউকে দেখে ভাল লাগা। তুমি জানতেই না। তোমার অগোচরে কোন এক মেয়ে তোমাকে অনুসরণ করে। তোমার দিকে তাকিয়ে থাকে। ভালবাসার অনুভুতি হয়তো এটাই।
আমার তোমাকে দেখতে ভীষন ভালে লাগে। আমার প্রিয় কাজ এটাই ___তোমাকে দেখা।
শোনো Heart mate!!!
তোমাকে নিজের করে চাওয়ার অনুভুতিটা আমার শুরুতে ছিলোনা। কারণ শুরু থেকেই তুমি আমার কল্পনায় আমার। মধ্যখানে তোমাকে পাবার ভীষণ ইচ্ছে হলেও, এখন সে ইচ্ছের মৃত্যু ঘটেছে।
বিধাতার এই অদ্ভুত আয়োজন, মনে তুমি পাশে অন্যজন। জানি তুমি এখন অন্য কারো। এটার জন্য আমার মন খারাপ হয়না। আমি বরাবরই চেয়ে এসেছি তুমি সুখী হও। সত্যি চাই তুমি খুব সুখী হও।
আমি তো সেদিন থেকে নিজেকে মানিয়ে নিয়েছি যেদিন তুমি আমার সামনেই আমাকে বলেছো তোমার অন্য কাউকে প্রয়োজন। আমি সেদিন থেকে নিজেকে পাল্টে নিয়েছি, যেদিন তুমি নিজের মুখেই তোমার সুদূর ভবিষ্যতের কথা আমাকে শোনাচ্ছ। আর সেই ভবিষ্যতে কোথাও আমি নেই।
আমি তো তোমার সুন্দর নাহ। তবে বুঝেছি আমি কখনোই তোমার চোখে সুন্দর ছিলাম না, প্রিয় ছিলাম না। তুমি কখনো আমাকে দেখার জন্য ছুটে আসোনি। কথা বলার জন্য ছটফট করোনি। সব টাই ছিলো আমার করা তোমার ওপর জোর।
পুরনো দিনের সমাপ্তি ঘটেছে। তোমাকে ছাড়া প্রতিদিনই অগোছালো। তবুও বলা হয়না। তুমি আমার কাছে আকাশের চাদের মতো। তোমায় দেখা যায় ছোয়া যায়না। জানি কখনোই তোমাকে পাবোনা। তুমি আমার কল্পনা পর্যন্তই বিদ্যমান।
আমি তবুও তোমার সঙ্গ চাই। আগের মতো বলা হয়না আমার ফেরার পথে তুমি দাঁড়িয়ে থেকো। তাই বলে তোমাকে দেখার তৃষ্ণার সমাপ্তি হয়নি। আগের মতোই সন্ধ্যায় তোমার কণ্ঠ শোনা হয়না।তোমার কণ্ঠ না শুনলে আমার ঘুম হতোনা।
তুমি না চাইলে তোমাকে ফোন দেওয়া হয়না। তা বলে আমার ইচ্ছে মরে যায়নি। আমার তো হারিয়ে গিয়েছে তোমার ওপর থেকে অধিকার। লুকিয়ে তোমার ছবি তোলা হয়না, কারণ আগে তোমায় হঠাৎ দেখতে পেলে মনে হতো ঈদের চাদ আমার হাতে। আর এখন হঠাত দেখতে পেলে চোখ দুটো কান্নায় ভিজে।
আমার ভালবাসা কোন ঋতু ছিলোনা যে ৩০ দিন পর পর বদলে যাবে। তাই আজও আগের মতোই ভালবাসি প্রিয় । তুমি আমার সবটা জুড়ে আছো শুধু ভাগ্য নেই তাই কল্পনাতেই সংসার তোমার সাথে আমার। যেখানে তুমি একান্তই আমার।
ইতি
তোমাকে ভালোবাসা একজন
লিখেছেন: আনোবী রাহম কান্তা
No Comments
Leave a comment Cancel