অনেক সময় নানা জটিলতায় সময় মতো পরীক্ষা দেয়া হয়ে ওঠে না। তবে সময়মতো পরীক্ষা দিতে না পারলেও সেই পরীক্ষা পরে দিয়ে দেয়া যায়। তবে তার জন্য কিছু অফিশিয়াল ফরমেট মেনে আবেদন করতে হয়।
আর তারপই মেলে পুনরায় পরীক্ষা দেবার সুযোগ। তবে সেই আবেদন যাচাই-বাছাই করে পরীক্ষা না দেবার কারণটি সঙ্গত মনে হলেই কেবল শিক্ষক পরীক্ষা নেন।
আজ দেখে নেই পুনরায় পরীক্ষা দেবার জন্য আবেদন পত্র লেখার নমুনা। আমি এখানে ডামি আকারে একটি কারণ উল্লেখ করেছি। আপনি শুধু আপনার পরীক্ষা না দেবার কারণটুকু চেঞ্জ করে দিলেই ফরমেটটি রেডি হয়ে যাবে! তাহলে দেখে নিন কিভাবে লিখতে হয় পুনরায় পরীক্ষা নেবার জন্য আবেদন পত্র।
তারিখ: ০১ জানুয়ারি, ২০২১
বিভাগীয় প্রধান
বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সদরঘাট, ঢাকা
বিষয়: পুনরায় পরীক্ষা নেবার আবেদন
জনাব,
বিনীদ নিবেদন এই যে, আমি মো. সোলাইমান হোসেন আপনার বিভাগের পঞ্চম সেমিস্টারের একজন নিয়মিত ছাত্র। আমার পঞ্চম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলামান। ইতোমধ্যে ৩টি বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আমি গত ৭ জানুয়ারি, ২০২০ তারিখে অসহ্য পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। সেই সাথে প্রচণ্ড বমি। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য উপস্থিত হয়েও বাসায় ফিরে যেতে হয়েছে।
এমত শারীরিক অবস্থায় আমি উক্ত দিনের সাহিত্যের ইতিহাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। উল্লেখ্য আমি আমার অন্যান্য পরীক্ষাগুলো সময়মতো দিয়েছি। এবং এর আগে কখনো এ ধরণের পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি আমাকে।
অতএব মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে, আপনি উক্ত পরীক্ষা পুনরায় দেওয়ার অনুমতি দান করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
সোলাইমান হোসেন
বাংলা বিভাগ, পঞ্চম সেমিস্টার
রেজিস্টেশন নম্বর: ০৬৭৫৩০৫০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
আরো কিছু আবেদন পত্র দেখে নিন
- ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হবার আমন্ত্রণপত্র
- ওয়াজ মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন
- ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হবার আমন্ত্রণপত্র
- মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন লেখার নিয়ম
- বদলীর জন্য আবেদন
- বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদনের নমুনা ফরম
- মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন
- চাকুরিরত অবস্থায় অধ্যয়নের অনুমতির জন্য আবেদন।
- হিসাব রক্ষক কর্মকর্তা পদে নিয়োগের জন্য আবেদন।
- এনজিও তে চাকরির দরখাস্ত
- সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন
- পদোন্নতির জন্য আবেদন পত্র
- বিয়ের ছুটির আবেদন
- অফিশিয়াল ছুটির আবেদন (অনুপস্থিতির জন্য)
No Comments
Leave a comment Cancel