ভ্যালেরিয়া,
এরই মধ্যে তোমার সৌন্দর্যের প্রেমে পড়ে গেছি আমি। কিন্তু বাইরে নয়, তোমাকে ভালোবাসার শুরুটা হোক ভেতর থেকে। তোমার ভেতরটা দেখতে চাই আমি।
ভালোবাসতে চাই ভেতরের তোমাকে। তোমার রুপ এক ঝলসায় ঝলসে দিতে পারে যে কাউকে। মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে দিতে পারে যে কোন পুরুষের হৃদয়।
তাই রুপ দিয়ে তোমাকে চেনা যাবে না। তোমাকে চিনতে চাই আত্মা দিয়ে। আমাকে বিশ্বাস করো। শ্রম ছাড়া পৃথিবীতে কিছুই পাওয়া যায় না। ভালোবাসাও তাই।
এ আমি জানি, পৃথিবীর সর্বোচ্চ সুন্দর এই অনুভূতির জন্য আমার কোনো শ্রমই কি সার্থক হবে না??? শুধু একবার বলো ভ্যালেরিয়া…
ইতি
লিও তলস্তয়
আরো পড়ুন
- ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হবার আমন্ত্রণপত্র
- ওয়াজ মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন
- ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হবার আমন্ত্রণপত্র
- মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন লেখার নিয়ম
- বদলীর জন্য আবেদন
- বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদনের নমুনা ফরম
- মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন
- চাকুরিরত অবস্থায় অধ্যয়নের অনুমতির জন্য আবেদন।
- হিসাব রক্ষক কর্মকর্তা পদে নিয়োগের জন্য আবেদন।
- এনজিও তে চাকরির দরখাস্ত
- সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন
- পদোন্নতির জন্য আবেদন পত্র
- বিয়ের ছুটির আবেদন
- অফিশিয়াল ছুটির আবেদন (অনুপস্থিতির জন্য)
- পাওনা টাকা আদায়ের জন্য চিঠি
No Comments
Leave a comment Cancel