26. 9. 37
Ballygunge
2/1, Bright Street
কল্যাণীয়েষু,
তোমার চিঠি পেলুম। তোমার কবিতার বইয়ের বিষয় যে কিছু লিখতে পারিনি। তার কারণ ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছিলুম- তার উপর এখানে মাস দুই থেকে গরম গুমোট হয়েছে মারাত্মক। আমি চিরকালই গ্রীষ্ফ্মকাতর- আর এ বয়েস- শরীরের এ অবস্থায় কলম পিষতে পারিনে।
আর একটি উপদ্রব্যের মধ্যে আছি। “বীণানাই” লিখে আমি হঠাৎ বড় লেখক হয়ে উঠেছি। ফলে কলিকাতার সাহিত্যিকরা নিত্য আমার কাছে একটি গল্প চান। তাঁদের অনুরোধ এড়ানো মুস্কিল, কেননা তারা বাড়ী এসে তাগিদ দেন। আর আমি যদি দু একদিন ভাল থাকি- তাহলে সেই সময়েই যা পারি তা লিখে দিই।
তাই ‘পরিচয়ে’ দুটি গল্প লিখেছি, ‘সোনার কাঠি’ নামক বার্ষিকে একটি, ও পুজো সংখ্যা ‘বসুমতী’তে একটি। তাই আর কিছু করা হয়নি। আমি দু-চার দিন পরে তোমাকে বড় চিঠি লিখব।
ইতি
শ্রী প্রমথ চৌধুরী
No Comments
Leave a comment Cancel