প্রাপক : মাসুক হেলাল
ওরে হতচ্ছাড়া বাঁদর, মুখপোড়া হনুমান, দু ’দুটো চিঠি দিলাম বেবীর ঠিকানায়, একটারও জবাব দিলি না? মানলাম তুই রাত দেড়টা দুটো পযর্ন্ত বিচিত্রার স্বাধীনতা , ফ্যাসান, ঈদ–এইসব সংখ্যার কাজ করিস্।
এর মধ্যেই কি রাত দেড়টার সময় তোর মোটা তুলি দিয়ে দুচার কথা লিখে, নিদেনপক্ষে একটা স্কেচ এঁকেও কি পোস্ট করা যেত না? আমার অমন মানসিক যন্ত্রণার সময় সবচেয়ে যেটা তোদের কাছ থেকে চেয়েছিলাম, তা হলো তোদের কাছ থেকে চিঠি।
না বেবী, না তুই সেটুকুও দিতে পারলি না! যা, তোর মুখে ছাই ।
আম্মা
–৩.৪.১৯৯০
No Comments
Leave a comment Cancel