তারিখ: ১৮ এপ্রিল, ২০২১

প্রথম পক্ষের   স্বাক্ষর             
দ্বিতীয় পক্ষের  স্বাক্ষর 

প্রথম পক্ষ (গ্রহীতা) :  
মোঃ  ছাহাদ আলী
পিতাঃ মৃত- তছলিম উদ্দিন
সাং- শরিফেরপাড়া ।
ডাকঃ বাগদুয়ার ।
উপজেলাঃ পীরগঞ্জ,জেলাঃ রংপুর।

দ্বিতীয় পক্ষ (দাতাঃ):    
মোঃ ফুল মিয়া
পিতাঃ ফছির উদ্দিন
সাং-  মহাদীপুর ।
ডাকঃ রায়পুর ।
উপজেলাঃ পীরগঞ্জ, জেলাঃ রংপুর।

আমি দ্বিতীয় পক্ষ মোঃ ফুল মিয়া আমার টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় অন্য কোন উপায় না পাইয়া আমার ৫০ শতক আবাদী  জমি যাহার মৌজাঃ রায়পুর জে,এল,নং: ৭৮ খতিয়ান নং: ০৯৮৯ সাবেক : ৯৮০, নতুন : ৫৬, দাগ নং : ৫৬, সাবেক : ০৮৯, নতুনঃ৬৫৭ বন্দক রাখার প্রস্তাব করিলে প্রথম পক্ষ উহা বন্দক গ্রহণ করিতে সম্মত হন।

উক্ত জমির বিপরীতে ৮০,০০০/- (আশি হাজার) টাকা, একযোগে বুঝিয়া পাইয়াছি, উক্ত জমি  বন্দক ৩ বছরের জন্য। উপস্থিত স্বাক্ষীগণের সম্মূখে নিজ নাম সহি সম্পাদন করিলাম।

প্রথম পক্ষের নাম ও স্বাক্ষর    দ্বিতীয় পক্ষের নাম ও স্বাক্ষর

স্বাক্ষীগনের নাম ও স্বাক্ষরঃ

  • নাম:
  • ঠিকানা:

আরো কিছু দরকারী লেখা পড়ুন

Comments to: জমি বন্ধকের চুক্তি নামা

    Your email address will not be published. Required fields are marked *

    Attach images - Only PNG, JPG, JPEG and GIF are supported.

    Login

    Welcome to Chithipotro

    You are couple of steps away from being one of our family member
    Join Us