চাকরি জীবনে নানা কারণে আমাদের ছুটির নিতে হয়। আর ছুটি নেবার জন্য প্রয়োজন ছুটির দরখাস্ত। এই ছুটির দরখাস্ত আবার দুই ভাবে হতে পারে। কখনো কখনো আমরা বিশেষ প্রয়োজনে ছুটি কাটিয়ে এসে ছুটির দরখাস্ত দেই।
আবার কখনো কখনো আগে ছুটির দরখাস্ত দিয়ে তারপর ছুটি কাটাই। আসলে বিষয়টি নির্ভর করে প্রয়োজনের উপর।
যাহোক, প্রয়োজন যেমনই হোক, ছুটির জন্য দরখাস্ত লিখতে হবেই। আজ দেখাবো বিভিন্ন প্রয়োজনে ছুটির দরখাস্ত লেখার ভিন্ন ভিন্ন নিয়ম। আশা করি আপনার প্রয়োজনে কাজে আসবে।
ছুটির দরখাস্ত-০১
নৈমিত্তিক ছুটির আবেদন
তারিখ: ১৮ অক্টোবর, ২০২১
বরাবর
মহাপরিচালক
বাংলা একাডেমি
শাহবাগ, ঢাকা
মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ
বিষয়: ৪ দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র।
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমার ব্যক্তিগত প্রযোজনে আগামী কয়েকদিন ঢাকার বাইরে থাকতে হবে। আর এ কারণে আগামী ২২ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অফিসে উপস্থিত থাকতে পারবো না বিধায় নৈমিত্তিক ছুটি প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উলিখিত আগামী ২২ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আমাকে নৈমিত্তিক ছুটি প্রদান পূর্বক কর্মস্থল ত্যাগের অনুমতি দানে আপনার মর্জি হয়।
উল্লেখ্য, চলতি পঞ্চিকা বৎসরে আমার ০৮ দিন নৈমিত্তিক ছুটি পাওনা আছে।
ছুটি কালীন ঠিকানা
গ্রাম: কদমতলী
পোস্ট: তামাই
থানা: বেলকুচি
জেলা: সিরাজগঞ্জ
নিবেদক
মো. সোলাইমান হোসেন
ম্যানেজার, পাবলিক রিলেশন
ছুটির দরখাস্ত-০২
অগ্রিম ছুটির আবেদন (স্কুল ও কলেজ)
বরাবর
প্রধান শিক্ষক
নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল
নাগেশ্বরী, কুড়িগ্রাম।
বিষয়ঃ অগ্রিম ছুটির আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ সোলাইমান হোসেন, আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আগামী ০১/১০/২০২১ খ্রিঃ তারিখ আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বিধায় ০১/১০/২০২১ খ্রিঃ হতে ০৫/১০/২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৫ (পাঁচ) দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারব না।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ০৫ (পাঁচ) দিনের অগ্রিম ছুটি দানে বাধিত করবেন।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ সোলাইমান হোসেন)
শ্রেণী-১০ম
বিভাগ-মানবিক
রোল নং-০১
তারিখ-২৫/০৯/২০২১ খ্রিঃ
ছুটির দরখাস্ত-০৩
বোনের বিয়ের জন্য অগ্রিম ছুটির দরখাস্ত
তারিখঃ ২০/১০/২০২১ ইং
বরাবর,
ব্যবস্থাপক,
ইসলামি ব্যাংক লিমিটেড
বনানী ব্রাঞ্চ, বনানী, ঢাকা
বিষয়ঃ অগ্রিম ছুটির জন্য আবেদন
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার শাখার একজন অফিস কর্মকর্তা। আগামী ২৩/১/২১ ইং তারিখে আমার ছোট বোনের বিয়ে। বিয়ের সকল আয়োজনের দায়িত্ব আমাকেই পালন করতে হবে। তাই ২৬-২৯ ই অক্টোবর ২০২১ ইং পর্যন্ত আমি অফিসে উপস্থিত থাকতে পারবোনা।
অতএব, আপনার নিকট আকুল আবেদন, উল্লেখিত বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমাকে উক্ত তিন দিনের ছুটি দানে বাধিত করবেন।
নিবেদক
মো. সোলাইমান হোসেন
অফিস কর্মকর্তা
আরো কিছু দরখাস্ত দেখে নিন
- ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হবার আমন্ত্রণপত্র
- ওয়াজ মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন
- ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হবার আমন্ত্রণপত্র
- মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন লেখার নিয়ম
- বদলীর জন্য আবেদন
- বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদনের নমুনা ফরম
- মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন
- চাকুরিরত অবস্থায় অধ্যয়নের অনুমতির জন্য আবেদন।
- হিসাব রক্ষক কর্মকর্তা পদে নিয়োগের জন্য আবেদন।
- এনজিও তে চাকরির দরখাস্ত
- সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন
- পদোন্নতির জন্য আবেদন পত্র
- বিয়ের ছুটির আবেদন
- অফিশিয়াল ছুটির আবেদন (অনুপস্থিতির জন্য)
- পাওনা টাকা আদায়ের জন্য চিঠি
ছুটির দরখাস্ত-০৪
অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
বরাবর
ব্যবস্থাপনা পরিচালক
প্রচিত আইএমসি লিমিটেড
বনানী, ঢাকা-১২১৩
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ সোলাইমান হোসেন আপনার প্রতিষ্ঠানের একজন চাকরিজীবী। আমার শারিরীক অসুস্থতার কারণে গত ০১/১০/২০২১ খ্রিঃ হতে ০৫/১০/২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৫ (পাঁচ) দিন অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিক বিবেচনা করে আমাকে ৫ (পাঁচ) দিনের ছুটি দানে বাধিত করবেন।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ সোলাইমান হোসেন)
ম্যানেজার, প্রকিউরমেন্ট
তারিখ-১৮/১০/২০২১ খ্রিঃ
No Comments
Leave a comment Cancel