তারিখ: ০১/০১/২০২১

বরাবর,
সচিব
সড়ক ও জনপথ বিভাগ
ঢাকা, বাংলাদেশ
মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়: চাকুরী হতে অব্যাহতির জন্য আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী  মো. সোলাইমান হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে সড়ক ও জনপথ বিভাগে কর্মরত আছি। আমি গত ১০/০৩/২০১৯ খ্রি: তারিখে উক্ত পদে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আগামী ১২/০৩/২০২১ তারিখ হতে  স্বেচ্ছায় স্ব-জ্ঞানে চাকুরী হতে অব্যাহতি পত্র প্রদান করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন অনুগ্রহপূর্বক ১২/০৩/২০২১ খ্রি: তারিখ হতে আমার অব্যাহতি পত্র গ্রহণ করিতে আপনার একান্ত মর্জি হয়।


নিবেদক
(মো. সোলাইমান হোসেন)
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 
সড়ক ও জনপথ বিভাগ
বনানী, ঢাকা, বাংলাদেশ

Comments to: সরকারি চাকরি হতে ইস্তফা

    Your email address will not be published. Required fields are marked *

    Attach images - Only PNG, JPG, JPEG and GIF are supported.

    Login

    Welcome to Chithipotro

    You are couple of steps away from being one of our family member
    Join Us