প্রথম পক্ষ তাং- ২৬/০৯/২০২১
মোঃ সোলাইমান হোসেন। পিতা-মোঃ আব্দুস সাত্তার মন্ডল। গ্রামঃ কদমতলী, ডাকঘরঃ তামাই, রংপুর। ভোটার আইডি নং -০০০০০০০। জন্ম তারিখ-২৩/০৮/১৯৮৭ ইং। জাতীয়তাঃ বাংলাদেশী, ধর্ম- ইসলাম।
২য় পক্ষ
মোঃ আরশানুল বারী, পিতা মোঃ মোখলেস হোসেন। জাতীয়তা- বাংলাদেশী। গ্রামঃ তালিমনগর, ডাকঘর: রূপপুর, রংপুর।
প্রথম পক্ষ আমার নিজ নামীয় কলোরা গাড়িটি ( যাহার রং সাদা )। ৬,৭৫,০০০ (ছয় লক্ষ পচাত্তর হাজার) টাকায় বিক্রয়ের ইচ্ছা পোষণ করিলে দ্বিতীয় পক্ষ উক্ত মো. আরশানুল বারী ক্রয় করিতে রাজি হন।
আমি উপরে উল্লিখিত মো. সোলাইমান হোসেন কাহারো প্ররোচনা ব্যাতিত আমার স্বজ্ঞানে-স্বইচ্ছায় ২য় পক্ষের নিকট ৬,৭৫,০০০ (ছয় লক্ষ পচাত্তর হাজার) টাকায় বিক্রয় করিলাম। ইহাতে আমার এবং আমার ওয়ারিশ ও আত্মীস্বজনদের কোন ওজর আপত্তি থাকিবেনা। এবং তারা দাবী করিলেও তাহা উচ্চ আদালতে গ্রহণ যোগ্যতা পাইবেনা। আমি সব কিছু জানিয়া বুঝিয়া উক্ত চুক্তি নামায় স্বাক্ষর করিলাম।
প্রথম পক্ষের স্বাক্ষর ২য় পক্ষের স্বাক্ষর
১। ১।
স্বাক্ষীগণের স্বাক্ষর
No Comments
Leave a comment Cancel