মুরলীধর বসু-কে লেখা চিঠি
কৃষ্ণনগর
১১ মাঘ, ১৩৩৩
[২৫.১.২৭]
মুরলীদা!
তোমার চিঠি পেলাম।… আমার জ্বর ছেড়েছে, দুর্বলতা সারেনি। কলকাতা গিয়েই জ্বরে পড়ি। অবশ্য যেতে হয়েছিল পেটের জ্বালায়।… ‘কল্লোলে’ গিয়ে সেখানে শয্যা নিই জ্বরে। তার পর ‘সওগাত’ অফিসে গিয়ে তিন চারদিন আর উঠতে পারিনি।
সেখানে অসুবিধা হওয়ায় জ্বর নিয়েই চলে আসি। তাই আর তোমার সঙ্গে দেখা করতে পারিনি। – ‘কালিকলম’ ঠিক সময়ে বিরুবে নিশ্চয়। ফাল্গুনের ‘কালিকলম’-এর জন্য কী লিখব ভাবছি। – ‘বঙ্গবাণী’র উত্তর যদি পাও কিছু জানাবে। ‘ভয়ানক দুর্দিন’ আমার এ বছর। অথচ কোথাও একটু নড়লে চড়লেই জ্বর আসে।
…তুমি একা পড়েছ – খুব খাটনি পড়ছে না? ভালোবাসা নিয়ো। বাড়ির আর সকলে ভালো। চিঠি দিয়ো অবসর করে।…
-নজরুল
No Comments
Leave a comment Cancel