মোহাম্মদ মঈনুদ্দীন-কে লেখা চিঠি

কৃষ্ণনগর
৯-১০-২৬

স্নেহভাজনেষু,

মঈন! আজ সকালে আমাদের একটি খোকা এসেছে। তোর ভাবি ভালো আছে। খোকা বেশ মোটা-তাজা হয়েছে। নাসিরুদ্দীন সাহেবকে খবরটা দিস। চট্টগ্রাম থেকে কোনো কবিতা চেয়েছিস কি আমার? ‘সর্বসহা’দিবি তো ‘সওগাতে’?

নতুন লেখা শিগগিরই দেব। আমি যশোর-খুলনা ঘুরে আজ ফিরছি। – এইবার গিয়ে শামসুদ্দীন সাহেবকে বইগুলি পাঠিয়ে দেব। কাল কিংবা পরশু যাব কলকাতা। ৩৭ নম্বরে খবর নিস একবার। ভালোবাসা ও স্নেহাশিস নে। ইতি

 –কাজী ভাই                       

Comments to: কাজী নজরুল ইসলামের চিঠি-১৫

    Your email address will not be published. Required fields are marked *

    Attach images - Only PNG, JPG, JPEG and GIF are supported.

    Login

    Welcome to Chithipotro

    You are couple of steps away from being one of our family member
    Join Us