ওয়াজ (waz) মাহফিল একটি পবিত্র বিষয়। ইসলামের প্রচার মানুষকে দ্বীনের পথে সঠিকভাবে পরিচালনার জন্য ওয়াজ (waz) মাহফিলের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন গ্রাম-মহল্লা বা এলকাবাসীর পক্ষ থেকে ওয়াজ (waz) মাহফিলের আয়োজন করা হয়। সেক্ষেত্রে প্রথমেই ঠিক করতে হয় প্রধান বক্তা কে হবেন সেই বিষয়টি। ওয়াজ মাহফিলের আয়োজক কমিটি সবসময়ই চেষ্টা করেন একজন প্রথিতযষা আলেমকে প্রধান বক্তা হিসেবে ওয়াজ মাহফিলে হাজির করানোর জন্য। আজ দেখে নিন কোনো মাওলানাকে প্রধান বক্তা করার জন্য কিভাবে আবেদনপত্র লিখতে হয়।
ওয়াজ (waz) মাহফিলের প্রধান বক্তাকে আমন্ত্রণপত্র
তারিখ: ০৭ জুন, ২০২১
বরাবর
মাওলানা মোহাম্মদ লতিফ মন্ডল
অধ্যক্ষ, মুক্তাগাছা মাদ্রাসা
বেলকুচি, সিরাজগঞ্জ।
বিষয়: ওয়াজ (waz) মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার জন্য অনুমতি প্রসঙ্গে।
জনাব
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতউল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা বেলকুচি থানার কদমতলী গ্রামের বাসিন্দা। আমাদের গ্রামের কবরস্থান মসজিদ প্রাঙ্গণে গত ২০ (বিশ) বছর ধরে নিয়মিতভাবে ওয়াজ মাহফিল আয়োজিত হয়ে আসছে। এটি আমাদের গ্রামের একটি ঐতিহ্য। আশেপাশের গ্রামের সবাই এই ওয়াজ মাহফিল সমন্ধে অবগত। আল্লাহ চাহে তো এবারও ইনশাল্লাহ উক্ত ওয়াজ মাহফিল আয়োজন করার ইচ্ছা আছে।
এ বিষয়ে আমাদের গ্রামে একটি কমিটি আছে। সেই কমিটি এবং গ্রামের মুরব্বিগণ এ বছরের ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে আপনার নাম প্রস্তাব করেছেন। আসছে ডিসেম্বরের ৬ তারিখ রোজ শুক্রবার উক্ত ওয়াজ মাহফিলটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপনার সম্মতি পেলে উক্ত ওয়াজ মাহফিলের তারিখ ঘোষণা করা হবে।
ইসলামী জীবনাদর্শ এবং জ্ঞানের গভীরতায় আপনি অনুসরণীয়। আপনি পারেন আমাদের ওয়াজ মাহফিলকে অলংকৃত করতে পারেন। আপনার মূল্যবান কথা শুনে অনেক মা-বোনই ইসলামকে আরো সুন্দর ভাবে ধারণ করতে শিখবে হয়তো।
কদমতলী গ্রামবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন আপনার মতো একজন আলেমকে ওয়াজ মাহফিলের প্রধান বক্তা করার । আমরা আশা করবো উক্ত তারিখে আপনি প্রধান বক্তা হবার অনুমতি প্রদান করে আমাদের লালিত স্বপ্ন পূরণ করবেন।
বিশেষ দ্রষ্টব্য: ৬ ডিসেম্বর তারিখে আপনার সময় না হলে আমরা বিলম্ব করতে প্রস্তুত আছি। সেক্ষেত্রে আপনার সুবিধামতো সময় জানালে কমিটি বসে বিষয়টির ফয়সালা করবে ইনশাল্লাহ।
নিবেদক
মো. আকবর আলী
সভাপতি, ওয়াজ মাহফিল কমিটি
কদমতলী। বেলকুচি। সিরাজগঞ্জ।
মোবাইল: ০১৭৩০৩০৬২৪১
No Comments
Leave a comment Cancel