তারিখঃ ২৩.০৩.২০২১
বরাবর
প্রকল্প পরিচালক আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন
আব্দুল গনি রোড,
ঢাকা-১০০০।
বিষয়ঃ ‘সহকারী পরিদর্শক’ পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, গত ০৫/০১/২০২১ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম, আপনার অধীনে ‘সহকারী পরিদর্শক’ পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদে নিয়োগ লাভে একজন আগ্রহী প্রার্থী হিসেবে মহোদয়ের সদয় বিবেচনার জন্য নিচে আমার যাবতীয় তথ্য সন্নিবেশ করলাম-
নাম : মো. সোলাইমান হোসেন
পিতার নাম : মো. আবদুস সাত্তার মন্ডল
মাতার নাম : লুৎফা পারভীন
স্থায়ী ঠিকানা :
গ্রাম:কদমতলী
ডাকঘর:তামাই
উপজেলা: বেলকুচি
জেলা: সিরাজগঞ্জ।
বর্তমান ঠিকানা :
মানিকদি, নামাপাড়া
ডাকঘর: ক্যান্টমেন্ট
উপজেলা: ক্যান্টমেন্ট
জেলা: ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম | শাখা/বিষয় | পাশের সন | ফলাফল | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
এস.এস.সি | মানবিক | ২০০৪ | জিপিএ ৩.৫ | রাজশাহী |
এইচ.এস.সি | মানবিক | ২০০৬ | জিপিএ ৪.০৮ | কারিগরি |
বি.এ (সম্মান) | বাংলা | ২০১১ | প্রথম শ্রেণি | জবি |
এম.এ | বাংলা | ২০১২ | প্রথম শ্রেণি | জবি |
জন্ম তারিখ : ২৮/০৯/১৯৯৬খ্রি.।
জাতীয়তা : বাংলাদেশী
মোবাইল : ০১৭১১১১১১১১
ইমেইল : smhossen21@gmail.com
ধর্ম : ইসলাম
অভিজ্ঞতা: একটি বেসরকারি সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে ৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা।
অতএব, মহোদয় সমীপে বিনীত আরজ, উল্লিখিত তথ্য সুবিবেচনাক্রমে আমাকে ‘সহকারী পরিদর্শক’ পদে নিয়োগ দান করে আমার শ্রম ও মেধা প্রয়োগের মাধ্যমে চাকরি করার সুযোগ দানে মর্জি হয়।
নিবেদক
(মো. সোলাইমান হোসেন)
কদমতলী, বেলকুচি
সিরাজগঞ্জ
সংযুক্তিঃ
১. ছবি ২ কপি।
২. একডেমিক সকল সনদপত্রের সত্যায়ি কপি।
৩. চারিত্রিক সনদপত্র।
৪. নাগরিকত্ব সনদপত্র।
৫. ২০০ টাকার পোস্টাল অর্ডার।
No Comments
Leave a comment Cancel