সুপ্রিয় সু,
কি বলে সম্বোধন করবো জানিনা। ঋতু বদলের এই ভেজা বর্ষার কদমগুচ্ছ দেবো, নেবেন? নিতে পারেন কিন্তু জানি আমি বর্ষার বৃষ্টি আপনার একেবারেই পছন্দ না! কিন্তু জানেন আমার না খুব বেশি পছন্দ এই বৃষ্টি ভেজা দিন।
আপনার শহরের বৃষ্টির রঙ কেমন জানেন আপনি? নিশ্চয়ই না আমার চোখে তাকিয়ে দেখেন না একদিন আপনার শহরের বৃষ্টি!
দেখবেন ভালো লাগবে যেই বৃষ্টি আপনার অপছন্দ সেই বৃষ্টির রুমঝুম ছন্দে শুনবেন আমার নুপুরের নিক্কণ।
হৃদয় আকাশে দেখেছেন কি আমায়? শ্রাবণের প্রথম বৃষ্টিতে ভেজার মজাই অন্য রকম আপনি ভিজেছেন কখনও? দেখেছেন কোনও এক অষ্টাদশীর ভেজা রূপ? ভেজা গোলাপি অধর ছুঁয়েছেন? রেখেছেন কি হাতে হাত চোখে চোখ?
মনে আছে সেই প্রথম দেখার সময়টা? আমার কিন্তু দিব্যি মনে আছে নীল শাড়ির আমায় দেখে এগিয়ে এসে বলেছিলেন এই নীলাঞ্জনা এদিকে এসো দুটো কথা বলি তোমার সঙ্গে।
ওমা! সে কি অচেনা কাউকে এভাবে বলে বুঝি কেউ? কপালের নীল টিপ ঠিক করতে করতেই চকিতে আপনাকে দেখে বিস্মিত হয়েছি!! এ যেন অদেখা সেই একজন যাকে দেখার অপেক্ষায় ছিল এ চোখ!
আচমকা হাত ধরে পাশে বসিয়ে দিলেন। লজ্জায় রাঙা হয়ে আনত মুখে বসেই ছিলাম। বললেন’” লজ্জা কেন? তোমায় ভালো লেগেছে এসো ভালোবাসি দুজন দুজনকে?” ভয়ে কুঁকড়ে ছিলাম বলে কি এই ছেলে?
নীলাঞ্জনা নামটা জানলো কেমন করে? তখন বললেন অনেক আগেই চেনা ফলো করে সব জেনে নিয়েছেন। তাই বুঝি ওমন আপন করে কাছে টেনে বসিয়ে নিলেন? আচ্ছা এভাবে বুঝি ভালোবাসা হয়?
আমি কিন্তু জানিনা প্রেম ভালোবাসা কি কেমন? শুধু জানি ভালোবাসার কেউ তো একজন থাকে যাকে অকপটে সব বলা যায় ভালোবাসায় ডুবে অনন্তকাল পার করা যায়। তবে আসেনি কেউ আমার জীবনের বাঁকে।
আপনি এলেন হঠাৎ করেই মনের দুয়ারের আগল খুলে ভালোবাসার রাজ্য নিয়ে। কতটুকু পথ পারি দেবো অজানা জানা নেই আমার। একদিন আচমকা হাত ছেড়ে যদি চলে যাই দূরে মনে কি পড়বে মোরে?
চাঁদ হ্যাঁ পূর্ণিমাতে একদিন জেনেছিলাম আমার মতোই আপনার ও পছন্দ চাঁদ আর পূর্ণিমা।জানেন জ্যোৎস্না ভেজা রাতে আমারও ইচ্ছে করে ভিজি জ্যোৎস্নায় আপনার সঙ্গেই। আসেন না একদিন ভিজে একাকার হবো দুজন জ্যোৎস্নালোকে?
আবার ভাববেন না পাগলী বৃষ্টিতে ভেজা যায় কিন্তু জ্যোৎস্নালোকে ভেজে কিভাবে? শোনেন ভালোবাসায় সব হয় জানেন না?
আমি কিন্তু জানি ইশশশশ আচ্ছা যদি কোনও এক বর্ষণমূখর সন্ধ্যায় হাতে হাত রেখে অনুভবের মতোই ছুঁয়ে দেয় আপনার ঐ অধর তবে কি খুব বেশি হয়ে যাবে?
কিংবা উষ্ণ আলিঙ্গনে বেঁধে কিছুটা সময় নিজের করে পেতে চায় এই মন? অনেক বেশি বুঝি চাওয়া হবে? আজ এতটুকুই। ভালো থাকবেন ভালোবাসার মানুষের জন্য।
ইতি
নীলাঞ্জনা
লেখা: সাবেরা সুলতানা সুমী
আরো কিছু চিঠি পড়ুন
No Comments
Leave a comment Cancel