সৈয়দ আবুল হোসেন
সংসদ সদস্য
২২০, মাদারীপুর-৩
(কালকিনি-মাদারীপুর)
তারিখ: ০৪ সেপ্টেম্বর ২০১২

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম
সভাপতি
কৃষক শ্রমিক জনতা লীগ
৮০, মতিঝিল বা/এ
ঢাকা।

শ্রদ্ধেয় মহোদয়,
আসসালামু আলাইকুম।
পদ্মা সেতু নির্মাণ তদারকি পরামর্শক (Construction Supervision Consultant) নিয়োগে বিশ্বব্যাংকের অনিয়মের আশঙ্কা তদন্তের বিষয়ে দুদক আমাকে গত ৩ সেপ্টেম্বর, ২০১২ তারিখে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদ শেষে দুদক-এ সমবেত সাংবাদিকদের উদ্দেশে আমি কথা বলি এবং একটি লিখিত বিবৃতি প্রদান করি। আজকের বিভিন্ন পত্রিকায় সেই বিবৃতি নানা শিরোনামে অংশবিশেষ প্রকাশিত হয়েছে।

কোনো পত্রিকাই পুরোপুরি বিবৃতি প্রকাশ করেনি। আমার বিবৃতি সত্যের প্রকাশ মাত্র। এতে কোনো মিথ্যার সংশ্লেষ নেই। সাংবাদিকদের আমি আমার যে লেখাটি প্রদান করি, তা আপনার সদয় অবগতি ও পড়ার জন্য প্রেরণ করা হলো।

শ্রদ্ধেয় মহোদয়, আপনি দেশের সিনিয়র সিটিজেন। দেশের একজন অভিভাবক। দেশের বিজ্ঞজন। দেশের রাজনীতি, অর্থনীতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকেবহাল। দেশের মানুষ আপনার কথা শুনেন এবং অনুসরণ করেন।

বিশ্বব্যাংক এবং এর কাজকর্মের পদ্ধতি সম্পর্কেও আপনি ভালো জানেন। কতিপয় স্বার্থান্বেষীর অসত্য অভিযোগ আমলে নিয়ে যে অনিয়মের আশঙ্কা কথা বিশ্বব্যাংক বলেছে, তা কল্পনাপ্রসুত ও অসত্য।

বিশ্বব্যাংকের এই কল্পনাপ্রসূত অভিযোগ বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু নির্মাণকে বিলম্বিত করেছে, সরকার ও ব্যক্তিগতভাবে আমার সুনাম নষ্ট করেছে।

প্রসঙ্গত পদ্মা সেতু প্রকল্পে সেতু নির্মাণ তদারকি পরামর্শক (Construction Supervision Consultant) নিয়োগে দরদাতা প্রতিষ্ঠান এসএনসি-নাভালিন নাকি ৩৫ মিলিয়ন ইউএস ডলার ঘুষ দিয়েছে বলে অভিযোগ।

অথচ এসএনসি-লাভালিনের দরপ্রস্তাব ছিল ৩৭ মিলিয়ন ইউএস ডলার। এটা যে কত অসত্য ও অবান্তর তা উল্লেখিত অঙ্কের সংখ্যা থেকে সহজেই অনুমেয়। মূলত পদ্মা সেতু নির্মাণের কোনো পর্যায়ে দুর্নীতির কোনো আশঙ্কা সৃষ্টি হয়নি, অনিয়ম হয়নি।

কতিপয় স্বার্থান্বেষীর অসত্য অভিযোগ এবং কতিপয় পত্রিকায় অসত্য সংবাদ প্রকাশ করার মাধ্যমে আমার সততা, নিষ্ঠা, কর্মোদ্যোগ এবং স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমি আমার সততা ও স্বচ্ছতা ফিরে পেতে চাই। আমি এ ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করি।

গভীর শ্রদ্ধান্তে,
একান্তভাবে আপনার,
সৈয়দ আবুল হোসেন, এমপি

আরো পড়ুন

Comments to: বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি

    Your email address will not be published. Required fields are marked *

    Attach images - Only PNG, JPG, JPEG and GIF are supported.

    Login

    Welcome to Chithipotro

    You are couple of steps away from being one of our family member
    Join Us