সৈয়দ আবুল হোসেন, এমপি
মন্ত্রী
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তারিখ: ০৭ জুলাই ২০১২
জনাব হুসেইন মুহাম্মদ এরশাদ, এমপি
প্রাক্তন রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ও
চেয়ারম্যান, জাতীয় পার্টি।
শ্রদ্ধেয় মহোদয়,
আসসালামু আলাইকুম।
গত ৪ জুলাই ২০১২ তারিখে সমকাল পত্রিকায় ‘আবুল হোসেনের পদত্যাগ করা উচিত’ শিরোনামে প্রকাশিত আপনার একটি বিবৃতি আমার দৃষ্টিগোচর হয়েছে (বিবৃতিটি সংযুক্ত)। আপনার নির্দেশনা বা পরামর্শও আমি অবলোকন করেছি।
শ্রদ্ধেয় মহোদয়, আমি পদ্মা সেতু নির্মাণে আমার বক্তব্য স্পষ্ট করতে চাই। পদ্মা সেতুর কোনো পর্যায়ে আমি কোনো অনিয়ম করিনি। কোনো অবৈধ কাজে প্রশ্রয় দিইনি। বা কারো দ্বারা প্রভাবিত হইনি।
পদ্মা সেতু নির্মাণে আমি একশো ভাগ স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করেছি। যে যাই বলুক, মিডিয়া যত অসত্য খবরই প্রকাশ করুক, মিডিয়ার অসত্য খবরের ভিত্তিতে টকশোতে দেশের গুণিজনরা যত আলোচনাই করুক; বিশ্বব্যাংক আমার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছে, তা অসত্য, বায়বীয় ও কল্পনাপ্রসূত।
শ্রদ্ধেয় মহোদয়, পদ্মা সেতু নির্মাণে কেউ যদি কোনো অনিয়ম, কোনো প্রভাব বিস্তার করে থাকে তাহলে তা করেছে বিশ্বব্যাংক বা অন্য কেউ। বাংলাদেশ সরকার বা মন্ত্রী পর্যায়ে কোনো অনিয়ম বা দুর্নীতির কোনো আশঙ্কা ঘটেনি।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পদ্মা সেতু একটি রাজনীতির শিকার। এই রাজনীতির শিকারে বর্তমান মহাজোট সরকার, সরকারের অংশ হিসেবে আপনি, আমি সবাই এর ভুক্তভোগী। একটি গভীর ষড়যন্ত্রের কারণে ২০১৩ সালের মধ্যে যে পদ্মা সেতু নির্মাণ শেষ হওয়ার কথা-তা করা গেল না।
শ্রদ্ধেয় মহোদয়, আপনার পরামর্শ বিশ্বব্যাংকের কল্পনাপ্রসূত অভিযোগ ও তৎপরবর্তীকালে অর্থায়ন স্থগিত, অর্থায়ন চুক্তি বাতিল-এর প্রেক্ষাপটে আমার পদত্যাগ করা উচিত। বর্তমান প্রেক্ষাপটে এ পরামর্শ কতটুকু যুক্তিযুক্ত ও সমীচীন হবে, তা গভীরভাবে পর্যালোচনার দাবি রাখে।
বিষয়টি বিশ্বব্যাংকের অহেতুক ও অন্যায় সিদ্ধান্তের দৃষ্টিকোণ থেকে ভেবে দেখা দরকার বলে মনে করি। সরকারের, আপনাদের সার্বিক সুচিন্তিত সিদ্ধান্তই বিষয়টি সুরাহা হতে পারে। আমি মনে করি, এ পর্যায়ে পদত্যাগ করলে তা সরকারের জন্য শুভ ফল বয়ে আনবে না।
শ্রদ্ধেয় মহোদয়, আপনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। আপনি আমাকে ভালোভাবে জানেন। আমি জেনেশুনে কোনো অন্যায় করিনি, অনিয়ম করিনি। এ ধরনের অন্যায় বা অনিয়ম আমার স্বভাববিরোধী। আমি আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।
গভীর শ্রদ্ধান্তে,
একান্তভাবে আপনার,
সৈয়দ আবুল হোসেন, এমপি
মন্ত্রী
আরো পড়ুন
- প্রথম আলো সম্পাদকের কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি
- প্রথম আলো সম্পাদকের কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি-০২
- আমার দেশ সম্পাদকের কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি
- ওবায়দুল কাদেরের কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি
- প্রথম আলো সম্পাদকের কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি-০৩
- অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের কাছে সৈয়দ আবুল হোসেনের খোলা চিঠি
- আকিদুল ইসলামের কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি
- বদরুদ্দীন উমরের কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি
- প্রথম আলো সম্পাদকের কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি-০৪
- বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের কাছে সৈয়দ আবুল হেসেনের চিঠি
- ড. ইফতেখারুজ্জামানের কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি
- হুসেইন মুহাম্মদ এরশাদের কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি
- প্রথম আলো সম্পাদকের কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি-০৫
- ড. কামাল হোসেনের কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি
- কাজী সিরাজের কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি
- ব্যারিস্টার মঈনুল হোসেনের কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি
- মেজর জেনারেল শেখ মামুন খালেদের কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি
- ব্যারিস্টার রফিক-উল হকের কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি
- সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে সৈয়দ আবুল হোসেনের চিঠি
No Comments
Leave a comment Cancel