অরুণিমা,
যখন তোমার দিকে তাকাই, তখন জীবনে কী পেলাম না, এই আফসোসের দীর্ঘ পাণ্ডুলিপি অকৃত্রিম আনন্দ নিয়ে জলে ভাসিয়ে দিই, এই কথায় কোনো বিস্ময় নেই।
তোমার চোখে অনড় চেয়ে থাকতে পারি বিধ্বংসী রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে, এটাও বিস্ময়হীন বাক্য। তোমাকে দেখার জন্য কাটিয়ে দিতে পারবো রাতের পর রাত নির্ঘুম, অবাকশূন্য বাক্য।
যখন তোমার দিকে তাকাই, তখন একবারের জন্যও পলক ফেলি না, কেননা পলক ফেললে যে-অনুসেকেন্ড তোমাকে দেখা থেকে বঞ্চিত হবো তা মেনে নেয়া অসাধ্য, এই শব্দগুচ্ছে কোনো চমক নেই।
যখন তোমার নিটোল মুখখানি দেখি, তখন অনুভূতির যে-প্রবল আলোড়ন ওঠে বুকে তা বর্ণনা করে যেতে পারবো হাজার পৃষ্ঠা জুড়ে, এতোটুকু ক্লান্তি স্পর্শ করবে না আমাকে, ওতে কোনো অসাধারণত্ব নেই।
তোমাকে দেখলে নিরাময় অযোগ্য রোগের তীব্র ব্যথা ভুলে যাই নিমিষে, বিশ্বাস করো মেয়ে এতে কোনো আশ্চর্য নেই। তোমাকে যতোবার দেখি ততোবার একজন নতুন স্বপ্নময় রুদ্রর জন্ম হয়, যদিও এক বিন্দু মিথ্যে নেই, তবু কথাটি অলৌকিক নয়।
তোমাকে দেখা মানে অনুভব করা আমি যে বেঁচে আছি, অনুভব করা মায়া, স্নেহ, প্রেম, কৃতজ্ঞতা, কথাটি শুনে বেশ মনে হলেও আসলে আহামরি নয়।
মানুষ যখন থেকে তার ভাবনাকে সংরক্ষণ করতে শিখেছে, তখন থেকে আজ অবধি যতো জ্ঞানের, সৌন্দর্যের নির্মাণ হয়েছে, তার সকল কিছু ম্লান হয়ে যায় যখন তোমাকে দেখি, যদিও সত্য উপলব্ধি, কিন্তু বড্ডো সাধারণ।
আমি জন্মের পর জন্ম পলকহীন তাকিয়ে থাকবো তোমার দিকে, এতে কোনো বিস্ময় নেই, চমক নেই, আশ্চর্য নেই, অসাধারণত্ব নেই, অলৌকিক সৌন্দর্য নেই।
অরুণিমা, সমস্ত বিস্ময়, চমক, আশ্চর্য, অসাধারণত্ব এবং অলৌকিক সৌন্দর্যের সৃষ্টি হয় তখনই, যখন নিরুপম সুন্দর চোখ দুটো মেলে তুমি তাকাও আমার দিকে।
যত্ন নিও
ইতি
রুদ্র
লেখা: রুদ্র আজাদ
আরো পড়ুন
No Comments
Leave a comment Cancel