তারিখ: ২৬ অক্টোবর, ২০২৩
বরাবর
মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিষয়: অভিযোগ দাখিল প্রসঙ্গে।
জনাব,
আমি নি¤œ স্বাক্ষরকারী মো. সোলাইমান হোসেন, পরিচালক সেবা ক্লিনিক, নাগেশ^রী কুড়িগ্রাম। আমরা দীর্ঘদীন যাবৎ সুনামের সাথে এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় অবদান রেখে আসছি। আমাদের ক্লিনিকে অসংখ্য মানুষ সেবা নিয়ে সুস্থ জীবন-যাপন করছেন।
সেবা ক্লিনিক অত্র এলাকার একমাত্র প্রাইভেট ক্লিনিক হওয়ায় এলাকার অনেক মানুষের ভরসার কেন্দ্রস্থল। আমাদের ক্লিনিকে ৬ জন বিশেষজ্ঞ এমবিবিএস ডাক্তার, ২ জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং ২০ জন সার্টিফাইড সুদক্ষ নার্সসহ মোট ৫৫ জনের একটি টিম সার্বক্ষণিক মানুষের সেবায় নিয়োজিত আছেন।
আমাদের ক্লিনিকটির নিবন্ধনের মেয়াদ আগামী মাসের ২৫ তারিখ মেয়াদউত্তীর্ণ হয়ে যাবে। এমতাবস্থায় আমরা বেশ কিছুদিন আগে থেকেই আমাদের ক্লিনিকটির লাইসেন্স নবায়নের জন্য আপনার দপ্তরের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করি। এবং লাইসেন্স নবায়নের যাবতীয় পেপারস ও ফি প্রদান করি।
কিন্তু সংশ্লিষ্ট শাখার ম্যানেজার মো. রাহাত খান এ বিষয়ে অসহযোগিতামূলক মনোভাব দেখিয়ে আসছেন শুরু থেকেই। তিনি নানা বাহানায় আমাদের লাইসেন্স নবায়নকে প্রলম্বিত করছেন ইচ্ছাকৃতভাবে। বারবার বিভিন্ন কাগজপত্রের নাম করে আমাদের চূড়ন্তভাবে হয়রানির চেষ্টা করছেন।
আপনি নিশ্চয় জেনে থাকবেন কুড়িগ্রাম বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা। সেখান থেকে বারবার ঢাকায় আসা সময় এবং ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার। এতো পরিশ্রম এবং ব্যয় করার পরও আমরা লাইসেন্স নবায়নের কাজটি সঠিকভাবে করতে সক্ষম হচ্ছি না।
এমতাবস্থায় আমাদের লাইসেন্স নবায়নের কাজটি দ্রুত করে দেবার জন্য মো. রাহাত সাহেবকে তাগাদা দিলে তিনি উক্ত কাজের জন্য কিছু খরচ আছে বলে আমার কাছে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) ঘুষ দাবি করেন। তার ভাষ্যমতে এই কাজের জন্য বিভিন্ন টেবিলে কিছু খরচ করতে হবে। মো. রাহাত সাহেবের সাথে উক্ত কথোপকথনটি আমার মোবাইলে রেকর্ড রয়েছে।
অতএব জানাবের নিকট আমার আবেদন আমাদের সেবা ক্লিনিকের লাইসেন্স নবায়নের বিষয়টি এবং মো. রাহাত সাহেবের ঘুষ দাবী করার বিষয়টির একটি সুষ্ঠু সমাধান হওয়া প্রয়োজন।
আপনার কাছে আমার আবেদন সেবা ক্লিনিকের লাইসেন্স নবায়নের ব্যবস্থা করে এলাকার মানুষের স্বাস্থ্য সেবার যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়টি নিশ্চিত করার দাবী জানাচ্ছি। সেই সাথে ঘুষ দাবী করা দুর্নীতিগ্রস্থ ম্যানেজার মো. রাহাতের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দাবীও জানাচ্ছি।
সংযুক্তি:
১. সেবা ক্লিনিকের লাইসেন্স নবায়নের কাগজপত্র।
নিবেদক
মো. সোলাইমান হোসেন
পরিচালক, সেরা ক্লিনিক
নাগেশ^রী কুড়িগ্রাম
মোবাইল ০১৯১২৬৩৮৬৭৫
আরো পড়ুন:
No Comments
Leave a comment Cancel