প্রিয় অজানা,
তুমি কেমন আছো জানতে চাইবার ইচ্ছে ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। ধরে নিতে পারো এ আমার অভিমান অথবা অভিযোজন। প্রত্যুষে ঘুম ভাঙার শব্দে তুমি জেগে উঠো হৃদয়ের চরে। কি নির্বিকার ভাবে কাটিয়ে দাও সারাবেলা মনের উঠানে এক্কাদোক্কা খেলে।
এভাবে আর কত কাল? অজানা তোমাকে জানার জন্য; অদেখা তোমাকে দেখার জন্য; না শোনা তোমাকে শোনবার ইচ্ছা কি আমি এবার জলাঞ্জলি দিয়ে দিব? স্বার্থপরের মত নিশ্চিন্ত এক বারান্দা আমিও চাই।
আমিও চাই বেড়ে উঠতে শীর্ণ লতার মতো তোমার গা বেয়ে। তোমার বাহুডোরে বন্ধী হতে। পারলে হিমালয় ভেঙে চলে এসো।
ইতি,
তোমারো অজানা কেউ
লিখেছেন: তানভীর সুলতানা জেবিন
No Comments
Leave a comment Cancel