ভালোবাসা,
সম্পর্কটা ভাঙ্গার পর একটা বছর পেরিয়ে গেল , আজ আমাদের মধ্যে অনেক দূরত্ব । অনেকদিন পর আজ আমাদের ছবিগুলো দেখছিলাম । বারবার মনে হয় একটা touchএ সব ছবিগুলো delete করে দিই । কিন্তু পারিনা জানিস ।
কেন পারিনা জানি না । আজ আবারও বারবার মনে হচ্ছে চার বছর সম্পর্কের পরও যে এক সেকেন্ডে status এর প্রসঙ্গ আনতে পারে তাকে কি সারাজীবন ভালোবাসা যায়? আবার যার ঠোঁটে ঠোঁট রেখে নিজেকে সম্পূর্ণভাবে ছেড়ে দিতে পারতাম তাকে কিভাবে ভোলা যায় কখনও?
এসবের উত্তর আমার কাছে নেইই। খুঁজে পায়নি এতগুলো দিনেও । আচ্ছা তোর আমায় মনে পড়ে? নাকি একেবারেই ভুলে গেছিস? অবশ্য এ প্রশ্ন অবান্তর। আচ্ছা, তোর সেই দাদাটা কেমন আছে? যে আমায় বুনু বললেও বোন ভাবেনি কোনওদিনও।
তুই তো জানিস আমি দাদাটাকে নিজের বলেই ভাবতাম, খুবব ভালোওবাসতাম। নিজের বোন হলে কখনও এভাবে ভুলে যেতে পারত? সম্পর্কটা ভেঙ্গে দিতে পারত? আচ্ছা তোর নতুনের সাথেও ঘুরতে যাওয়ার plan শেষ মুহূর্তে cancel করিস? না সেটা শুধু আমার ক্ষেত্রেই হত?
সেও কি আমার মতো শীতের সন্ধেতে নিজের মাফলারটা খুলে তোকে দেয়? নিজে না খেয়েও নিজের সব টিফিনটা দেয় তোকে সে? জানিস আমি আজকাল অনেকটা বদলে গেছি, নিজের খেয়াল রাখি- বাড়ির লোকের খেয়াল রাখি।
সারাদিন phone নিয়ে বসে থাকি না বা সারাদিন webservices দেখেও কাটাই না। নিয়ম করে খাইও। কাউকে কিচ্ছু না বলতে পারা মেয়েটা আজকাল নিজের অপমানের যোগ্য জবাব দেয়। খুব ভেঙ্গে গেলেও নিজেকে নিজেই সামলায়।
শুধু ভালোবাসার নামে বড্ড ভয় লাগে, মনে হয় যদি আবার কেউ promise break করে। আবার যদি ভেঙ্গে চুরমার হই। বাদবাকি আমি দিব্যি আছি- বেশ ভালো আছি। তবে মাঝে মাঝে বড্ড একা লাগে, তখন চারপাশটায় ভীষণভাবে হাতড়াই। যদি তোকে পাইই- জানি কখনও পাব না।
আচ্ছা তুই ভালো আছিস তো? এ প্রশ্নও অবান্তর, ভালো থাকার জন্যই তো হাতটা ছাড়ার আগে এক মুহূর্তও ভাবিসনি- যাইহোক ভালো থাকিস, ভালো রাখিস সকলকে।
ইতি,
তোর অবাধ্য প্রেমিকা
লিখেছেন: Arunima Mukherjee
No Comments
Leave a comment Cancel