প্রিয় মিশু,
তোমাকে ভালো থাকতে হবে। উত্তাল সমুদ্রে সামান্য প্লাস্টিক হয়ে হলেও তোমাকে ভেসে থাকতে হবে। চিঠির শুরুতে মানুষ ‘কেমন আছো’ সম্বোধন করে চিঠি শুরু করে। ডাকপিয়ন মারা যাওয়ার পর তোমাকে ‘কেমন আছো’ বলে সম্বোধন করতে সাহস হয়নি।
যুগ পরিবর্তন হয়েছে মানুষ ডিজিটাল হয়েছে। আলোচিত মার্কিন প্রেসিডেন্ট বদলি হয়েছে। সংবিধান সংস্করণ হয়েছে। সমাজের চোখ পরিবর্তন হয়েছে। উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে মানুষ। নিউক্লিয়ার বোমের সংখ্যা এক থেকে লক্ষে পৌছে গেছে। যুদ্ধাস্ত্রের কাছে পৃথিবীর মানচিত্র ছোট হয়ে যাচ্ছে। ছোট হতে হতে মানুষের হাতের তালুতে চলে এসেছে।
পৃথিবীর ফুসফুস আমাজন ছোট হচ্ছে। অক্সিজেনের আয়ু কমে যাচ্ছে। এতো এতো কিছু হচ্ছে, হবে, তবুও তোমাকে বট গাছের মতো অটল দাঁড়িয়ে থাকতে হবে। যেন ঘরভাঙা পাখিরা দুঃখ না বুঝে। তোমাকে হাঁসের মতো হতে হবে। হাঁসের গায়ে পানি জমলে যেমন ঝাড়া দিয়ে সব পানি ঝেড়ে ফেলে দেয় ঠিক তেমনি তোমাকেও যেন দুঃখ না ছুঁতে পারে।
দুঃখ একটা, দুটো করে সহস্র দুঃখ জমে গেলে তুমিও হাঁসের মতো ঝেড়ে ফেলে দিবে। তোমাকে ট্রাফিক পুলিশের মতোও হতে হবে। ট্রাফিক পুলিশ জানে তাকে কেউ মানে না তবুও সে নিয়মের হুইসেল বাজায়। জাতি একদিন হয়তো শুধরাবে, নিয়মের ভেতর চলে আসবে। এতটুতু আশায় হুইসেলে জোড় দেয়। তোমাকেও আশেপাশের কেউ মানবে না অনেক কিছুতেই।
সবাই পাশ কাটিয়ে চলে যাবে দেউলিয়া গাড়ির মতো। তোমাকে তোমার নিয়মের ভেতর থাকতে হবে। মনে রাখবে, তুমি যে পথ দিয়ে তুমি হাঁটা শুরু করবে সেটা যেন অন্য কারো বানানো পথ না হয় বরং তুমি যে পথে পা বাড়াবে সেটাই যেনো নতুন পথ হয়ে যায়। অন্যরা যেন সেই পথে হাঁটে। নতুন দিগন্ত হোক!
ব্যক্তিগত ভাবে তোমাকে আমি সবসময় সাফল্যের মাউন্ট এভারেস্টে দেখতে চাই। কারণ তুমি আমার ভালো বন্ধু কিংবা প্রেমিকা কিংবা পৃথিবীর সুন্দরতম ফুল।ভালো থেকো। শুভ কামনা।
ইতি
সোহাগ।
০৯ মে ২০২২।
সময় – জীবনের সাড়ে বারো, রিয়াদ।
No Comments
Leave a comment Cancel