জানেন,
আপনাকে না পাওয়ার অপ্রাপ্তিটুকু আমি প্রতি মুহূর্তে উপভোগ করি।
মন খারাপের সময় গুলোতে যখন আমি একলা থাকতে ব্যস্ত, তখন কোত্থেকে যেন ‘আপনি’ নামক একগুচ্ছ ভাবনা এসে আমাকে হাসির রাজ্যের নিয়ে যায় নিমেষেই।
রাতে যখন আকাশের দিকে তাকাই মনে হয় যেন আপনিও ‘আকাশ’ হয়েই আমার দিকে তাকিয়ে আছেন অপলক।
সোডিয়ামের আলোয় যখন আমি আপনাকে হারানোর অসহ্য ব্যথা লুকাতে ব্যর্থ, তখন অন্ধকার ঘরই আমাকে ভালোবেসে ঠাঁই দিয়েছে বার বার।
আপনাকে পেয়ে গেলে হয়তো একা থাকার মুহূর্তে আপনাকে ভেবে খিলখিলিয়ে হেসে ওঠা হতো না।
আপনাকে পেয়ে গেলে হয়তো রাতের আকাশ দেখা ভুলে যেতাম। আপনাকে পেয়ে গেলে হয়তো অন্ধকার ঘর আমায় এতোটা ভালোবাসতো না।
আপনাকে পেয়ে গেলে হয়তো অজানাই থেকে যেত যে ‘বিচ্ছেদে’ও এতো সুখ।
লিখেছেন: তামান্না তাবাসসুম শাহ্
No Comments
Leave a comment Cancel